• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

করোনার বিধিনিষেধের মধ্যেও এবারের ঈদ বেশ অন্যরকম

August 5, 2020 admin Leave a Comment

শাকিল মহিনউদ্দিন, হাজি রতন। মেটিয়াবুরুজ। ৫ অগাস্ট, ২০২০।#

রকমারি বেলুন, পাটকাঠির বেড়া, চকমকি কাগজের বাহার ছিলনা। কিন্তু ছিল নিঃশব্দে পরব সেরে নেওয়ার ঐকান্তিক ইচ্ছা। অবশ্য মাথায় ছিল করোনার ছোবলের কথা। কিম্বা লকডাউনে প্রশাসনিক ব্যারিকেডের কথা। কোমর ভাঙা অর্থনীতির হাল ইতিমধ্যেই এলাকার মন মানসিকতা দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছিল। তার মধ্যেই চলছিল টুকটাক আয়োজন। কিন্তু শেষবেলার ঢল কিছুটা হলেও হিসেব পালটে দিল। খানাপিনার হরেক আইটেম না হলেও কাজ চালানো রান্নার খুশবুতে এলাকার হালকা বাতাসও ভারি হয়ে উঠেছিল। আহা! বিরিয়ানির সে কি সুবাস! কাবাব, কোর্মা, কিমা, কোপ্তা – প্রস্তুতি ছিল ভেতরে ভেতরে। কিন্তু উৎসবের ছোঁয়া যাদের মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, সেই শিশুদের কিন্তু কোনো খামতি ছিলনা। ঈদের দিন পনের আগে থেকেই পশু দেখার জন্য ছোট হাতির পেছন পেছন দল বেঁধে ভিড় করা, গাড়ি থেকে পশুকে নামানোর দৃশ্য দেখে উৎকন্ঠিত, ভয় মিশ্রিত আনন্দ উপভোগ করা থেকে তারা কিন্তু বিরত ছিলনা। এরপর ঈদুজ্জোহার সেই দিনটা – নামাজ শেষে কোলাকুলি, আত্মীয়ের বাড়ি খাবার পাঠানো আর গরীব-দুঃস্থদের ঈদের শিন্নি বিতরণ করা তো ছিলই। কিন্তু লক্ষ্যণীয় ব্যাপার, এবারে দূর-দূরান্ত থেকে আসা ভিখারীদের খুব একটা ভিড় ছিলনা। অবশ্য নজরে পড়েছিল কয়েকটি টাটা সুমো ও অটো রিজার্ভ করে আসা কিছু ভিখারীদের। আক্রা ফটকের ফুলতলা, নয়াবস্তি, রাজাবাগানের বিরজু নালা প্রভৃতি অঞ্চল থেকে লোকাল গরীব মানুষগুলোর থলি ভর্তি হয়েছিল ঈদের শিন্নিতে। এরপর তিনদিন ধরে চলল ব্যাপক খানাপিনা।কিন্তু এর মধ্যে এলাকার যুবদের ভূমিকা ছিল বেশ প্রশংসনীয়। পারস্পরিক সহযোগিতা, লকডাউনের বিধিনিষেধ মেনে কুরবানি করা কিম্বা এলাকাএ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যুবক ভাইরা যেভাবে কর্তব্য পালন করে গেল তা আগামী দিনে সচেতনতা ও পারস্পরিক উন্নয়নের একটা বার্তা দিয়ে গেল বলে মনে করি। শুধু তাই নয়, বদরতলা অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়ে এবারের ঈদ পালিত হল। তাই এত কষ্টের মধ্যে থেকেও সবাই একপ্রকার খুশী।




এবারে ঈদের নামাজ সকাল ছ’টায়। কালাবাগা, নীচুপাড়ার অনেকেই সারারাত খড়ি নদীতে (জলঙ্গী) মাছ ধ’রে ভোরে স্নান সেরে ঈদগাহে জমায়েত হন। পাটচাষের লস কিছুটা মিটছে মাছ ধরে। কুরবানি অন্যান্য বারের থেকে কিছুটা কম। সুরাব ভাই বলছিলেন, এবার দিইনি। টাকাপয়সার টান। দিলে আমি একাই গোটা পশু দেব। সবার মন তো সমান নয়, ভাগে কুরবানি দিলে কারো মনে ভাগ নিয়ে খুঁতখুঁতানি থাকলে কি আর কুরবানি হয়? জাঁকজমকও বেশ কম। তবে বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় পাল্লা দিয়ে বাড়ে মোটরসাইকেল, আত্মীয় বাড়ি মাংসের ভাগ দিতে ও এমনিই মজামস্তি করতে। দুর্ঘটনা যাতে কম হয় সেকারণে প্রতিবারের মতই রাস্তার প্রত্যেক মোড়ে ইঁট, কাঠের গুঁড়ি, টেবিল বেঞ্চি দিয়ে ডিভাইডার বানিয়ে দেওয়া হয়েছিল।
শালিগ্রামের কালাবাগা গ্রাম থেকে পর্ণবের ছবি ও প্রতিবেদন

সংস্কৃতি ঈদ, করোনা, কালাবাগা, কুরবানি, মেটিয়াবুরুজ, শালিগ্রাম

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

মরজীবনের গান গাইতে মিলনের অপেক্ষায় থাকে আজাহার ফকিরের অমর মেলা

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

‘গান গাইবি না, খাবারও পাবি না’// ফ্রান্সের মেনিল আমেলো’র ডিটেনশন ক্যাম্প থেকে অভিবাসীদের এজাহার

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

এই বিভাগের আরও

পথের খবর

সকালের ডাউন রানাঘাট লোকালে ‘জয় শ্রীরাম’ / ‘ভারতমাতা কী জয়’ গর্জন আর শোনা যাচ্ছে না

জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে লালকেল্লা থেকে, আপনি দেখেছেন?

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Soumitra Seth on ময়দা কালীবাড়ি, বহরু
  • Suman mondal on চীনের সাথে চুলের ব্যবসা। বেলডাঙার বিদেশ-ব্যাপারী

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in