সারা দেশে প্রায় পাঁচশোটা গ্রুপ হাত মিলিয়েছে। হিমাচলে সিপিআই, সিপিএম, মাওবাদী ঘেঁষা গ্রুপ, যারা কখনো একসঙ্গে কাজ করে না তারা সকলে ছিল; সামাজিক সংগঠন, এনজিওগুলো ছিল। ‘ইগালেটেরিয়ান ট্রেইলস’ নাম দিয়ে আমরাও কয়েকজন বন্ধু ছিলাম। এই নামে তিব্বতীদের নিয়েও আমরা এর আগে কাজ করেছি।
‘সাবঅল্টার্ন কথা বলতে পারে, কথা বলছে; আপনারা শুনতে চান তো?’
আমি বলি, সাবঅল্টার্নরা কথা বলতে পারে। এবং তারা কথা বলতে পারে সম্ভ্রমের সঙ্গে। আপনারা কি শোনার জন্য তৈরি? আপনারা তো কখনোই শুনতে চাননি — রাহুল সোনপিম্পলে।
একটি রাজনৈতিক সুইসাইড নোট
তার এই চিঠিটিতে কোথাও বাঙ্ময় নেই তাই নিপীড়িত সত্ত্বার কথা, কিন্তু ছেয়ে আছে গোটাটা জুড়ে, শব্দগুলির ফাঁকে ফাঁকে অদৃশ্য শব্দে, পংক্তিগুলির ফাঁকে ফাঁকে অদৃশ্য পংক্তিতে। সত্ত্বার আন্দোলনের মধ্যে থেকে আরোপিত সত্ত্বাগুলির বিলোপের অন্তর্লীন আকুতিই এই সুইসাইড নোটটিকে করে তুলেছে এক অসামান্য রাজনৈতিক নোট।
সাম্প্রতিক মন্তব্য