- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

চীনা পণ্য বেচেই দিন চলছে সুশান্তদের

শমিত। শান্তিপুর। ৩০ অগাস্ট, ২০২০।#

 

সাধারণ্যে কম দামী কৃত্রিম জিনিসকে চীনা পণ্য নামেই এক ডাকে চেনা হয়। পসরা সাজানো সুশান্তের ছবি তুলেছেন বাবলি

দেশের সরকার শ’খানেকের ওপর চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করলেও গাঁ-গেরামের মানুষ কাজ হারিয়ে চিনা পণ্য নির্ভর জীবন ধারণ করছেন। কথা হচ্ছিল শান্তিপুর বাগচীর বাগানের সুশান্ত বিশ্বাসের সঙ্গে। একটা বাইসাইকেলে কাপড়, কাগজ, ভেলভেট পেপার দিয়ে বানানো কৃত্রিম ফুলের পসরা নিয়ে সকাল ন’টায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন সুশান্ত। শান্তিপুর সংলগ্ন নানা গ্রামের মানুষ তার ক্রেতা। কখনো কখনো কালনা, গুপ্তিপাড়া পর্যন্ত চলে যান বিক্রির আশায়। করোনাকালে প্রায় আড়াই মাস বসে ছিলেন। এখন মাসখানেক কাজে বেরচ্ছেন। দৈনিক দু’তিনশ টাকার বিক্রি হচ্ছে। দুই ছেলেমেয়ে আর বউ কে নিয়ে কোনোরকমে দিন গুজরান হচ্ছে।

কাজ হারিয়ে যখন দু’আড়াই মাস বসে খেয়েছেন তখন সামান্য সোনার গহনাতেও হাত পড়েছে বলে আক্ষেপের সুরে জানালেন। সে কথায় রঙ বেরঙের নানা কৃত্রিম ফুল বিক্রেতা সুশান্তর মুখটা বেরঙিন হয়ে উঠতে দেখা গেল। এই সমস্ত জিনিস কোথায় তৈরি হয় এবং কে বা কারা তৈরি করে? সে কথায় সুশান্ত জানালেন গুপ্তিপাড়ায় ঘরে ঘরে কুটীর শিল্পের মত তৈরি হচ্ছে গৃহসজ্জার এই সমস্ত কৃত্রিম ফুল। নানা অসংলগ্ন জিনিস এক জায়গায় এনে পূর্ণতা পাচ্ছে। গ্রামের পাইকারী বিক্রেতারা কিনে এনে ফেরি করে বিক্রি করছে গ্রামে গঞ্জে। গ্রাম সাইডে এই সমস্ত ফুলের চাহিদা বেশি। চীনা পণ্য বয়কটের কথায় সুশান্ত জানালেন, সরকার তো প্রতিদিন কতরকম সিদ্ধান্ত নিচ্ছে । ওসব কথা ভাবলে গরীব মানুষের পেট ভরবে?