- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

জঙ্গলমহলের বেলিয়া গ্রামে শিক্ষক দিবস পালন

অলোক দত্ত, বেলিয়া, ঝাড়গ্রাম, ৫ সেপ্টেম্বর#

১৯৮০ সালে প্রয়াত হয়েছেন এই অঞ্চলের তৎকালীন আদর্শ শিক্ষক মানিক চন্দ্র পাল। তাঁর একটা ছবিও উদ্যোক্তারা জোগাড় করতে পারেননি, হাজার চেষ্টা করেও। তবু তাঁকে স্মরণ করেই ঝাড়গ্রাম শহর থেকে কমবেশি বারো কিমি দূরে জঙ্গলমহলের বেলিয়া গ্রামের মানুষজনেরা শিক্ষকদিবস আজ পালন করলেন বেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে। আন্তরিকতার ও শ্রদ্ধার বিনম্রতায়, আর জাঁকজমকের অপ্রতুলতায়।
অতি সাধারণ মঞ্চ। শতরঞ্চি, চেয়ার ও বৈদ্যুতিক আলোর যথেষ্ট জোগাড় নেই। এই সমস্ত বাধা উপেক্ষা করে বেলিয়া গ্রামের ও সন্নিহিত অঞ্চলের মানুষজন গাছের তলার বেদি, ইঁটের পাঁজা আর স্কুল প্রাঙ্গণের মধ্যে চলাচলের জন্য যে একফুট উঁচু রাস্তা আছে, সেই সব জায়গায় বসে দাঁড়িয়ে সকাল থেকে শুরু করে রাত সাড়ে দশটা-এগারোটা পর্যন্ত উপভোগ করলেন, সক্রিয় যোগদান করে কানায় কানায় ভরিয়ে তুললেন এই অনুষ্ঠানটিকে।
যা যা অনুষ্ঠিত হয়েছে :

লোকগান শিল্পী শ্রী হারাধন জালের সুযোগ্য নেতৃত্বে বেলিয়া গ্রাম তিরিশ বছর পরে এত সুন্দর অনুষ্ঠান উপভোগ করল।