• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • ২০১২-র আগস্ট অব্দি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

‘মাদ্রাসা এক আরবি শব্দ, যার অর্থ হল স্কুল’

November 2, 2014 admin 1 Comment

২৭ অক্টোবর, জিতেন নন্দী#

খাগড়াগড়ের 'দ্বীনিয়া মাদানিয়া মাদ্রাসা'। এখানকার এক শিক্ষক অভিযোগ জানালেন, আনন্দবাজার পত্রিকা আরেকটি গ্রামের এক 'প্রশিক্ষণ কেন্দ্র'-এর ছবি দিতে গিয়ে এই মাদ্রাসার ছবি ব্যবহার করেছে। ছবি টু-সার্কেলস ডট নেট থেকে।
খাগড়াগড়ের ‘দ্বীনিয়া মাদানিয়া মাদ্রাসা’। এখানকার এক শিক্ষক অভিযোগ জানালেন, আনন্দবাজার পত্রিকা আরেকটি গ্রামের এক ‘প্রশিক্ষণ কেন্দ্র’-এর ছবি দিতে গিয়ে এই মাদ্রাসার ছবি ব্যবহার করেছে। ছবি টু-সার্কেলস ডট নেট থেকে।

২৭ অক্টোবর কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে ‘মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিল ‘অল ইন্ডিয়া মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাত’ এবং ‘মিল্লি এত্তেহাদ পরিষদ’। আয়োজকেরা ইতিমধ্যেই বর্ধমানের খাগড়াগড় এবং শিমুলিয়ায় সরেজমিন অনুসন্ধান করে এসেছেন। তার বিবরণ পেশ করেন মওলানা শাহ মহম্মদ নুরুদ্দিন। এরপর বক্তব্য রাখেন সৌমিত্র ঘোষ দস্তিদার, ও পি শাহ, ছোটন দাস, মানিক সমাদ্দার এবং জিতেন নন্দী। প্রত্যেকেই মাদ্রাসার বিষয় থেকে কিছুটা সরে গিয়ে সাধারণভাবে মুসলমান সমাজের প্রতি বিদ্বেষ ও সন্দেহের যে বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে আলোকপাত করেন। সকলেই মিডিয়ার ভূমিকার নিন্দা করেন। এছাড়া অপরাধমূলক কাজের সঙ্গে মুসলমান সম্প্রদায়কে জড়িয়ে দেওয়া প্রসঙ্গে মুসলমান বুদ্ধিজীবীদের মধ্যে রক্ষণাত্মক মনোভঙ্গি নিয়েও সমালোচনা হয়। উপস্থিত শ্রোতাদের একজন বলেন, মাদ্রাসার কথা আলোচনায় আসছে না। ডঃ জাফরুল্লা এই বিষয়ে বিশদে আলোচনা করেন।

তিনি বলেন, ‘মাদ্রাসা এক আরবি শব্দ, যার অর্থ হল স্কুল। যদি আপনি মধ্যপ্রাচ্যের তেইশটি দেশে যান, আপনি দেখতে পাবেন সর্বত্র স্কুল বলতে মাদ্রাসাই লেখা রয়েছে। … হিন্দুস্থানে আকবর বাদশার আমলে প্রথম মাদ্রাসা তৈরি হয়। … তবে আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন কব্জা করেছিল, সেই সময় আমেরিকা তাদের মোকাবিলা করা এবং হটিয়ে দেওয়ার উদ্দেশ্যে একটা প্ল্যান তৈরি করল। তাদের নিজেদের দেশের সৈন্য ওখানে পাঠানো মুশকিল, তাদের প্রত্যেকের জীবন খুব মূল্যবান। যুদ্ধ করতে গিয়ে তারা মরে গেলে মুশকিল, কিন্তু কোনো আফগানি মরলে তেমন কোনো ক্ষতি নেই। হাজার বা লক্ষাধিক আফগানি মরলেও কোনো লোকসান নেই। সোভিয়েত কব্জার ফলে পঞ্চাশ লক্ষ আফগানি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। এরা ছিল খুবই দুর্দশাগ্রস্ত, গরিব। সিআইএ দেখল, এদের মাথায় সোভিয়েত বিদ্বেষ এবং জঙ্গী ভাবনা পয়দা করতে হলে মাদ্রাসা বানানো দরকার। এইভাবে সিআইএ-র মদতে হাজার হাজার মাদ্রাসা গড়ে উঠল সীমান্ত অঞ্চলে। সেখান থেকেই তালিবানের উৎপত্তি। কিন্তু সেই মাদ্রাসার সঙ্গে আসল মাদ্রাসার কোনো সম্পর্ক নেই। …’
তাঁর বিস্তারিত ইতিহাস ভিত্তিক আলোচনায় বোঝা গেল, আজ মিডিয়ার মাদ্রাসা নিয়ে প্রচার ওই আমেরিকান গুপ্তচর সংগঠন সিআইএ-র ঢঙেই হয়ে চলেছে এবং কেন্দ্রীয় সরকার তাতে তাল দিয়ে চলেছে। এই প্রসঙ্গে ডঃ সঈদ ফজহুদ্দিন এবং উত্তর দিনাজপুরের মাদ্রাসা-শিক্ষক নুরুল ইসলাম বলেন, তাঁদের এলাকায় প্রতিটি মাদ্রাসায় মুসলমানদের পাশাপাশি হিন্দু ছাত্রছাত্রীও কিছু আছে। এছাড়া, বেআইনি মাদ্রাসা বলতে মিডিয়া যে একটা ধোঁয়াশা তৈরি করেছে সেটাও আলোচনায় উঠে আসে। খারিজি মাদ্রাসাগুলি বেসরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত নয়। তার অর্থ নয় যে সেগুলো বেআইনি। তবে মাদ্রাসা-শিক্ষা যে আজকের সমাজের নতুন প্রজন্মের জন্য যথেষ্ট নয়, সেটাও স্পষ্টভাবে আলোচিত হয়।

শিক্ষা ও স্বাস্থ্য খারিজি মাদ্রাসা, মাদ্রাসা, মুসলিম সমাজ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Comments

  1. Tapan Chanda says

    November 24, 2014 at 6:28 am

    likes

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

মরজীবনের গান গাইতে মিলনের অপেক্ষায় থাকে আজাহার ফকিরের অমর মেলা

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

‘গান গাইবি না, খাবারও পাবি না’// ফ্রান্সের মেনিল আমেলো’র ডিটেনশন ক্যাম্প থেকে অভিবাসীদের এজাহার

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

এই বিভাগের আরও

পথের খবর

সকালের ডাউন রানাঘাট লোকালে ‘জয় শ্রীরাম’ / ‘ভারতমাতা কী জয়’ গর্জন আর শোনা যাচ্ছে না

জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে লালকেল্লা থেকে, আপনি দেখেছেন?

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • Soumitra Seth on ময়দা কালীবাড়ি, বহরু
  • Suman mondal on চীনের সাথে চুলের ব্যবসা। বেলডাঙার বিদেশ-ব্যাপারী
  • রাজেশ মাহাতে on আদিবাসী কুড়মি সমাজের তিন জেলায় একদিনের অনশন
  • Dipanjan Das on নতুনহাটের মেছুড়ে জয়নালের কীর্তি

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in