শ্যামলী খাস্তগীরের জন্মদিন উপলক্ষ্যে তাঁর বন্ধুদের পক্ষ থেকে দুটি আলোচনাসভার আয়োজন করা হয়। ২৩ জুন ছিল ওঁর জন্মদিন। সেইদিন শান্তিনিকেতনে ওঁর বাসভবন পলাশবাড়িতে ওঁর ওপর রচিত বাংলা ও ইংরেজিতে ৮০টি লেখা নিয়ে ণ্ণশ্যামলী’ বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এছাড়া, যে পরমাণু শক্তির বিরুদ্ধে জীবনের শেষদিন পর্যন্ত শ্যামলী খাস্তগীর লড়াই করে গেছেন, সেই বিষয়ে বলবার জন্য গুজরাত থেকে এসেছিলেন ওঁরই বন্ধু সুরেন্দ্র ও সঙ্ঘমিত্রা গাডেকর। ২৩ জুন পলাশবাড়িতে এবং ২৬ জুন কলকাতার র্যাডিকাল হিউম্যানিস্ট অ্যাসোসিয়েশনের সভাঘরে তাঁরা দুজন বক্তব্য রাখেন। নিছক বক্তৃতাই নয়, পরমাণু শক্তি বিরোধী আন্দোলনের বর্তমান পরিস্থিতির ভালোমন্দ নিয়ে খুবই প্রয়োজনীয় পারস্পরিক আলাপ হয় এই দুটি সভায়। এখানে আমি তাঁদের কিছু দরকারি বক্তব্য উদ্ধৃত করব।