জয়নাল আবেদিন, মশালডাঙ্গা(সাবেক ছিটমহল), কোচবিহার ১২ই জানুয়ারী,২০১৬# ২০১৫ সালের ৩১শে জুলাই এর আগে চিত্রটা ছিল একরকম। ভারতের ভেতরে থাকা ৫১টি বাংলাদেশি ছিটের বাসিন্দারা শিক্ষা ও স্বাস্থ্যের মত মৌলিক অধিকার থেকে সরকারিভাবে বঞ্চিত ছিলেন। ছিটমহলবাসী হওয়ার কারণে তাঁদের কোনও ধরনের সরকারি পরিচয়পত্র না থাকায় নিজের ঠিকানা, নিজের বাবা-মায়ের পরিচয়ে স্কুলে বা কলেজে ভর্তি হতে পারতেন না। […]
‘ওইপার থেকে তো আসতেছে শুনলাম ৯৭৯ জন, তাদের যে কি ব্যবস্থা করে’
প্রতিটা ছিটমহলের পাশেই নদী। জীবন নির্বাহের জন্যে আল্লাহ্ এমন করছে। আমি বলি কি নদীটাই আমাদের সরকার। নদীটাই আমাদের বাঁচিয়ে রাখছে। গরীব মানুষে মাছ মারে, বাজারে বিক্রি করে তারপর খাবার জিনিস কেনে।
নদীই সব খায়া ফ্যালাইসে
সাদ্দাম হোসেন, মশালডাঙ্গা(সাবেক ছিটমহল), কোচবিহার, ১৬ই সেপ্টেম্বর ২০১৫# প্রতিবছর সিঙ্গিমারি নদী পাড়ের উর্ব্বর ধানের জমিতে কৃষকেরা ধানের চারাগাছ রোপন করলেও পাকা ধান ঘরে তুলতে পারেন না। বর্ষা এলেই সর্বগ্রাসী সিঙ্গিমারি থাবা বসায় বত্রিগাছে। বছরের পর বছর নদীগর্ভে চলে যাচ্ছে চাষের জমি। সবকিছু হারিয়ে সর্বহারা হচ্ছেন সাবেক ছিটমহল বত্রিগাছের মানুষ। দেশভাগের পর জন্ম নেওয়া ছিটমহল বত্রিগাছের […]
এখন তো ছিটের ছেলে মেয়েদের বিয়ের সম্বন্ধও আসছে
জয়নাল আবেদিন, মশালডাঙ্গা, কোচবিহার, ১৫ই সেপ্টেম্বর ২০১৫# কেনাকাটা আর পড়াশোনা এই ধরনের জরুরি প্রয়োজন ছাড়া ছিটবাসীদের বাইরের জগতের সাথে যোগাযোগ প্রায় ছিল না বললেই চলে। ভারতের ভেতরে বাংলাদেশের সবচেয়ে বড় গুচ্ছতম ছিট মশালডাঙ্গা। এর মধ্যে সবচেয়ে বড় মধ্য মশালডাঙ্গা যার আয়তন ১৩৭ একর, আর জনসংখ্যা ৪৫৭ জন। আর এই ছিটমহল থেকেই শুরু হয় দীঁপক সেনগুপ্তের […]
পূর্বতন ছিটমহল থেকে : ‘এতদিন আমাদের জীবনে ছিল ৩টে জেল, প্রথমটা জন্মগত জেল আর দুইটা রাষ্ট্রীয় জেল’
পোয়াতুরকুঠিবাসী প্রবীন মনসুর আলি মিঞা-র বয়ান, বোঝার সুবিধার জন্য ভাষার পরিবর্তন করেছেন সোমনাথ চৌধুরি, কোচবিহার, ৩০ আগস্ট# ১৯৭১ সালে পাকিস্তান অভ্যুত্থান হয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। তারপর ১৯৭৪ সালের ১৬ মে দিল্লীতে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবর রহমানের মধ্যে ছিটমহল চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শেখ মুজিবর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। […]
- 1
- 2
- 3
- 4
- Next Page »
সাম্প্রতিক মন্তব্য