• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • ২০১২-র আগস্ট অব্দি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

প্রশ্ন উঠছে বারবার, দিল্লির আন্দোলনে বা তার সমর্থনে নানা নাগরিক উদ্যোগে সামিল কারা

February 7, 2021 admin 1 Comment

প্রান্তিক পাঠক। শান্তিপুর। ৬ ফেব্রুয়ারি, ২০২১।#

 

সংখ্যাটা ২০৬!

 

ছবি সুব্রত মৈত্রের তোলা

শোভাযাত্রা, বিজয় মিছিল যে কোনো প্যারেডের জন্য যে রাস্তাটা বেছে নেন শান্তিপুরের মানুষ, সেই প্রসেশন রোডের একটি উল্লেখযোগ্য বিন্দু, ডাকঘর পাঁচমাথা মোড়ে, নেতাজী স্ট্যাচুর সামনে আজ একটি প্রতীকী পথ অবরোধ ও পরে ঘন্টাখানেক একটি সভা হল। কৃষি আইন প্রত্যাহারের দাবীতে দিল্লিতে চলা আন্দোলনের সমর্থনে ও সংযুক্ত কিষাণ মোর্চার দেশজোড়া চাক্কা জ্যামের প্রতি সংহতি জানিয়ে কিছু করার তাগিদেই এই সভা- বোঝা গেল বেলা বারোটার একটু আগে। ট্রলির উপর খুঁটি গুঁজে তাতে দুটো মাইকের চোঙ লাগিয়ে এমনই প্রচার হচ্ছিল তখন। এই প্রসেশন রোডের ধার দিয়ে স্কুল, পৌরসভা, ব্যাঙ্ক, নানা প্রতিষ্ঠানের কার্যালয়। ফলে পাঁচমাথা মোড় ভারী, হালকা, অতিভারী নানা রকম যানবাহনের গতিতে পেরিয়ে যাবার তাগিদে অবরুদ্ধই ছিল। তার মধ্যে জনা পঞ্চাশ মানুষের পথ অবরোধের এই উদ্যোগ কার্যতই কঠিন ছিল। একটি অ্যাম্বুলেন্সকে এর মধ্যেই ছেড়ে দেওয়া হল। কিন্তু বারবার ঘোষণা সত্ত্বেও হর্ন বাজানো কিম্বা ফাঁক গলে বাইক, টোটোর ঢুকে পড়া ঠেকানো যাচ্ছিল না প্রথমটায়। এরপর সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে পুলিশের গুলিতে শহীদ হওয়া নভদীপ সিং হুন্দালের স্মরণে এক মিনিট নীরবতা পালন, গান, কবিতা, বক্তব্য, স্লোগান দিয়ে পনেরো মিনিটের অবরোধ ভরিয়ে তোলা হল। পাশাপাশি কয়েকটা ক্যানভাসে ছবি আঁকছিলেন স্থানীয় কিছু শিল্পী। হাতে হাতে বিলি হল লিফলেট। কয়েকজন এগিয়ে এসে খোঁজ করছিলেন কৃষক আন্দোলনের মুখপত্র ট্রলি টাইমসের অনুবাদ। স্থানীয় কয়েকটি নিউজ চ্যানেল বক্তাদের ধরে ধরে বাইট নিচ্ছিলেন। একটি নাট্যদলের তরফে এসেছিলেন কয়েকজন, সাথে হয়ে যাওয়া নাট্যমেলার বাতিল বিরাট একটা ফ্লেক্স। তার উল্টোদিকের সাদা অংশে কয়েকজন মিলে ছিয়াত্তর দিন ব্যাপী দিল্লির আন্দোলনে শহীদদের নাম লিখছিলেন। অবশ্যই সেই তালিকা পূর্ণাঙ্গ নয়। কারণ সংখ্যাটা আজ অবধি ২০৬!



অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি, পশ্চিমবঙ্গ শাখার পাঠানো ছবি

 

 

ধর্মতলায় ছোট্ট জমায়েত ছিল আজ, কিন্তু কৃষক আন্দোলনের মেজাজটা ছিল না। বড্ড বেশি পার্টিবাজি, এতটাই যে কৃষকদের বিষয়টা নিয়ে পোস্টার ছিল না। একটা ব্যানার এল আধঘণ্টা পর। – জানিয়েছেন জমায়েতে অংশগ্রহণকারী জিতেন নন্দী।

 

 



একটি ফেসবুক পোস্ট ও কিছু তর্ক

 

#আজ_হরতাল_আজ_চাক্কা_বন্ধ

১৯৪৬ সালে নৌবিদ্রোহের সমর্থনে সলিলের এই গান আজ যেন গোটা ভারতে আরও একবার প্রাসঙ্গিক হয়ে উঠল, ঐতিহাসিক কৃষক আন্দোলনকে কেন্দ্র করে। দিল্লির সংযুক্ত কিষাণ মোর্চা আজ গোটা দেশ জুড়ে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত চাক্কাজ্যামের ডাক দিয়েছিল। সেই কর্মসূচী তথা গোটা আন্দোলনকে সংহতি জানাতে আজ নদিয়ার শান্তিপুরে আমরা ডাকঘর নেতাজী মোড়ে প্রতীকী ১৫ মিনিটের চাক্কাজ্যাম কর্মসূচী পালন করলাম। চলল পথসভা। তৎসঙ্গে শিল্পী বন্ধুরা ছবি আঁকলেন, আবৃত্তি পাঠ করলেন, গান গাইলেন।………

কৃষি আন্দোলনের সমর্থনে ও রাষ্ট্রের এই ফ্যাসিবাদী ভূমিকার বিরুদ্ধে আমাদের আন্দোলন লাগাতার চলবে

 

পোস্টের কমেন্ট থ্রেডে কেউ লিখেছেন ‘সাথে আছি দাদা’, কেউ জানতে চেয়েছেন ‘এই ‘আমরা’টা কারা?’ কেউ লিখেছেন,‘ইনকেলাব জিন্দাবাদ’ উত্তরে আরেকজন, ‘ইনকেলাব জিন্দাবাদ মানে কি ? আবার মরিচঝাঁপি হবে না তো ? এইটা তে বুক কাঁপে, coz আমরা বানগাল তো তাই’।

একজন লিখেছেন, ‘আমার একটু জমি আছে, একটু চাষবাসও করি। আমি যে পাট, ধান, সরিষা ফলাই , তার কিছুটা বাজারদরে বেচে দিই আর বাকিটা আমি কনজিউম করি। কিন্তু কৃষক কারে কয় আজও বুঝলাম না যে কৃষকদের জন্য অনেকে পথে নেমে বুক চাপড়াচ্ছেন আর সেন্ট্রাল গভর্নমেন্টের আনা কৃষি বিলের বিরোধিতা করছেন!! এনারা কৃষকদের মুখোশের আড়ালে কোনো ক্যাপিটালিস্ট নয় তো যারা ছোট ছোট কৃষকদের এমপাওয়ারমেন্টকে কোনো মতেই মেনে নিতে পারছেন না?’

অপর একজনের জবাব- ‘ প্রশ্নটা খুব স্বাভাবিক, উত্তরটাও আজ ইতিহাস। বাঙলার গ্রামে এই ঘটনা বিরল নয় – মশাগ্রাম, ভাতার বিভিন্ন অঞ্চলে চুক্তি চাষ হচ্ছে, আপনি বা আমি কেউ এই ইকনমিক সিষ্টেমের বাইরে নয়। আজ নয় কাল আমাদের গ্রাস করবে এই অর্থনীতি। আজই বিরোধ না করলে যত সহজে আপনি বললেন আপনি কী কী চাষ করেন তার সব সরঞ্জাম ওদের হাতে। ওদের কথায় চাষ না হলে আপনার চাষ বাস কিছুই থাকবেনা। আলু সাইজের চেয়ে ছোট বলে ওরা নেবে না। সোয়াবিন মজুত করে দাম ফেলে দেবে’।

 

এই সংলাপের সাথে বিভিন্ন প্রান্তের, বিভিন্ন পেশা ও বিশ্বাসের মানুষদের জুড়ে নিতে লাগাতার প্রচার কর্মসূচী নিয়েছেন শান্তিপুরের উদ্যোক্তারা।

আন্দোলন কৃষক আন্দোলন, কৃষি আইন, চাক্কা জ্যাম, শহীদ স্মরণ

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Comments

  1. জিতেন নন্দী says

    February 7, 2021 at 2:57 pm

    ভালো লাগছে এই খবরটা যে শান্তিপুরের বন্ধুরা প্রচারের কর্মসূচি নিয়েছেন। কিন্তু গত কয়েকদিন কলকাতায় অনশন, চাক্কা জাম আর অন্য প্রতিবাদ-কর্মসূচিতে গিয়ে একটু সমস্যা বোধ করছি। কর্মসূচিগুলোতে গোষ্ঠী-সংগঠনের পতাকার ভিড় মাত্রাতিরিক্ত বেশি, অথচ কৃষক আন্দোলনের দাবিগুলো নিয়ে পোস্টার-প্ল্যাকার্ড প্রায় নেই বললেই চলে। কর্মসূচির ঘোষণা ব্যক্ত করে একটা ব্যানার রয়েছে বটে, তবে সেটা ফ্লেক্সের, মানে পরিবেশের পক্ষে ক্ষতিকারক। আরও দুঃখ লাগে যে এই আন্দোলনে প্রতিদিন কৃষক আর তাদের বন্ধুরা শহিদ হচ্ছে, অথচ তাদের প্রতি সমবেদনা জানানোর দিকটা প্রায় নেই কিংবা নামকাওয়াস্তে। বাংলার রাজনীতি কি আবেগশূন্য হৃদয়হীন হয়ে পড়ল?

    এই কথাগুলো কাউকে নিন্দা করার জন্য বলছি না, বরং প্রচার/কর্মসূচিগুলোতে দিল্লির এই অসাধারণ আন্দোলনের মেজাজটা পেতে চাইছি, কর্মসূচি যারা দেখবে-শুনবে তারাও যাতে সেই স্বাদটা একটু পায়।

    এমনকী এটাও চাই যে কর্মসূচিটা এমন তারেই বাঁধা থাকুক যাতে আন্দোলনের বিরোধীও দু-চারটে কথা এগিয়ে এসে বলতে পারে।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

সর্নস্থলের মাটি চুরি করে, জোর করে হিন্দু পরিচয় দিয়ে রামরাজত্ব চালানোয় বিরক্ত আদিবাসী সমাজ

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

‘গান গাইবি না, খাবারও পাবি না’// ফ্রান্সের মেনিল আমেলো’র ডিটেনশন ক্যাম্প থেকে অভিবাসীদের এজাহার

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

এই বিভাগের আরও

পথের খবর

সকালের ডাউন রানাঘাট লোকালে ‘জয় শ্রীরাম’ / ‘ভারতমাতা কী জয়’ গর্জন আর শোনা যাচ্ছে না

জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে লালকেল্লা থেকে, আপনি দেখেছেন?

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • Barun Guha on পত্রিকার কথা
  • জিতেন নন্দী on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’
  • debi dutta on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’
  • যোগিন on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in