৯ অক্টোবর, সন্দীপ বনব্দ্যোপাধ্যায়, কলকাতা# ‘স্বাস্থ্যের বৃত্তে’ পত্রিকার আয়োজনে ডা. পার্থসারথী গুপ্ত স্মারক বক্তৃতা দিলেন এবার ডা. আশিস কুণ্ডু। তাঁর বক্তৃতার বিষয় ছিল ছত্তিশগড়ের দল্লি রাজহারায় শংকর গুহ নিয়োগীর নেতৃত্বে এবং খনি-শ্রমিকদের উদ্যোগে শহিদ হাসপাতাল স্থাপন (১৯৮৪)। ডা. কুণ্ডু ছাত্রজীবন শেষ করেই শংকর গুহ নিয়োগীর শ্রমিক আন্দোলনের কথা শুনে সেখানে চলে গিয়েছিলেন। নিয়োগীজী তাঁকে একটা […]
সাম্প্রতিক মন্তব্য