সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ ফেব্রুয়ারি# আসামে পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে রাভা জাতির মানুষের বিপুল জনবিক্ষোভের মুখে পড়েছে প্রশাসন। গোয়ালপাড়া ও কামরূপ (গ্রামীণ) জেলার বেশ কিছু এলাকা নিয়ে ১৯৯৫ সালে তৈরি হয় রাভা-হাসং অটোনমাস কাউন্সিল। কিন্তু ওই এলাকাতেও বাংলাভাষী মানুষের সংখ্যা বেড়ে চলায় বোরো জাতির মতো রাভা জাতির মানুষও বিক্ষুব্ধ হয়ে উঠেছে, যার আঁচ টের পায়নি প্রশাসন। […]
সাম্প্রতিক মন্তব্য