নয়া সংবিধানের খসড়া নিয়েই মধেসী বা তরাই অঞ্চলের জনগনের আপত্তি ছিল। দুটি দাবি লোকমুখে ফিরছে। এক, তরাই এর যে সব এলাকা নয়া প্রাদেশিক বিন্যাস অনুযায়ী পাহাড়িরা নিজ অধিকারে রেখেছে তাকে ফিরিয়ে দিতে হবে। চাই নতুন ‘মধেস প্রদেশ’। দুই, নতুন বিধানে, মধেসী পুরুষ ভারতীয় মেয়ে বিয়ে করলে নতুন প্রজন্মকে দ্বিতীয় শ্রেনীর নাগরিক হয়ে থাকতে হবে। এর বিরোধ।
সাম্প্রতিক মন্তব্য