দীপঙ্কর প্রামাণিক, শান্তিপুর, ২৭ মে। ছবি শুভম পালের তোলা# শান্তিপুরের বৈশাখী পূর্ণিমার বড়বাজারের ব্যবসায়ী সমিতি আয়োজন করে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর পূজার। তৎসহ পূজিতা হন দেবতাত্রয়ের স্ত্রীরাও। যথাক্রমে গায়েত্রী-লক্ষ্মী-পার্বতী। এই পূজাকে তারা কল্পনা করেন প্রজাপতি ব্রহ্মার বিবাহ উৎসবরূপে। ঐ পূজার পূর্বদিন রাত্রে বিবাহের জলসাধা আয়োজিত হয়। এতে শান্তিপুরের লোকসংস্কৃতির অন্যতম ময়ূর পঙ্খীর গান পরিবেশিত হয়। জলসাধার শুরুতে গরুর […]
সাম্প্রতিক মন্তব্য