রাজ্যের বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে। যে কাজিপাড়ায় গাছটা কাটা পড়বে, সেখানে যে চায়ের দোকান, সেখানে লোকে কি গাছ কাটা নিয়ে আদৌ ভাবছে? যদি না ভেবে থাকে, তাহলে তাকে কীভাবে ভাবাব?
গাছগুলো শুকিয়ে যাচ্ছে কেন?
পল্টু, বারাসাত, ৬ জুন# কলকাতা শহরকে যেমন বাঁচিয়ে রেখেছে ময়দান সংলগ্ন সবুজ অঞ্চলটি, তেমনি বারাসাত শহরের যা কিছু সবুজ ওই বারাসাত প্রশাসনিক ভবন সংলগ্ন অঞ্চলটি ঘিরে। রাস্তার দুধারে মেহগিনি, শিশু, দেবদারু, কৃষ্ণচুড়া গাছের সারি। ওখানে কয়েকশো পুরোনো গাছ আছে যা কোম্পানি আমলে লাগানো। গত কয়েকমাস ধরে দেখা যাচ্ছে এই অঞ্চলের বেশ কিছু গাছ ক্রমশ শুকিয়ে […]
সাম্প্রতিক মন্তব্য