অমিতাভ সেন, ১৭ মার্চ ২০১২ সন্তোষপুর স্টেশনে বসে আছি। সন্ধ্যে আটটা তেইশের শিয়ালদা যাওয়ার গাড়ি বজবজ থেকে আসতে দেরি করছে। সিমেন্টের বাঁধানো বেঞ্চিতে বসে দেখছি। হাঁটুর কাছে বসে আছে লুঙ্গি ও হাফশার্ট পরা ফলওয়ালা, ষাটের কোলে বয়স। সামনে প্ল্যাটফর্মে প্লাস্টিক পাতা। তার ওপর বিছানো আছে আপেল আর বেদানা। পাশে রাখা বস্তার ভিতরে কুচো কাগজের টুকরোয় […]
সাম্প্রতিক মন্তব্য