শাকিল মহিনউদ্দিন, হাজিরতন, মেটিয়াবুরুজ# সৌন্দর্যচেতনা এক সহজাত প্রবৃত্তি। তবে এই নান্দনিক গুণাবলীকে অর্জনও করা যায়। প্রয়োজন হয় একটু রুচিবোধের। এই চেতনা জাগরিত হলে জীবনটাই হয়ে ওঠে সৃজনশীল — সর্বাঙ্গসুন্দর। একটু ভালোভাবে বাঁচবার তাগিদ থেকে, সুন্দর সুস্থ জীবনযাপনের আকাঙ্ক্ষা থেকে এই চেতনা মনের গভীরে উঁকি মারে। উঁকি দেওয়া ভাবনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দ্বারা একটু লালন করলেই ব্যক্তিমন […]
সাম্প্রতিক মন্তব্য