এই নিয়ে কথা বললেন ভি। বি। চন্দ্রশেখরণ, কলকাতার বেলেঘাটায় গান্ধী ভবনে ৮ জুন শনিবার বিকেলে। গোটা কুড়ি লোকের সাথে কথা বলছিলেন তিনি, প্রবৃদ্ধ মানুষ, গান্ধীয়ান, পরণে লুঙ্গির মতো করে ধুতি আর কুর্তা, কপালে ফোঁটা কাটা, হাতের নাগালেই শ্বাসকষ্টের জন্য মজুত আছে ইনহেলার। সঞ্চালিকা তাঁর নাম ভুল বলতেই স্মিত হাসি হেসে আঙুল তুলে ‘ভি’ নির্দেশ […]
সাম্প্রতিক মন্তব্য