যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, তাহলে ডিপ্লোমা ডাক্তারি কেন থাকবে না ? আগে তো LMF registered ডাক্তার ছিল। তারা থাকলে প্রচুর গ্রামীণ ও শহরের স্বাস্থ্যকেন্দ্র গুলিতে ডাক্তারের সমস্যা আরো মিটতে পারে। পাড়ায় পাড়ায় তারা বাড়িতে গিয়েও চিকিৎসা করতে পারে। কিন্তু ভারতের সর্ববৃহৎ ডাক্তারদের সংগঠন IMA এটা কিছুতেই করতে দেয় না। যত বেশি কোয়ালিফিকেশন যে ডাক্তারের, সমাজে সেই ডাক্তার তত দামি। প্রশ্ন হল, এতে কি রোগীর বেশি উপকার হয় নাকি ডাক্তারের বেশি উপকার হয়? কোন ডাক্তার বা কতজন প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা নিয়ে ভাবিত?
আয়ুষমান ভারতে’র মত লোক দেখানো স্বাস্থ্য প্রকল্প নয়, চাই স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো গ্রাম থেকে
ইউনিটগুলি গড়ে উঠবে সাধারণ মানুষদের উৎসাহে। তাদের নির্বাচিত আগ্রহী তরুণ তরুণীদের আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। প্রশিক্ষণের পর এরা ফিরে গিয়ে নিজ নিজ এলাকায় মানুষের স্বাস্থ্যের দায়িত্ব নেবে। প্রয়োজনে প্রশিক্ষক ডাক্তারবাবুদের কাছ থেকে ফোনে পরামর্শ নিতে পারবে। আমাদের বিশ্বাস এই ব্যবস্থায় ৮০ শতাংশ মানুষকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে। তাছাড়া এই ছেলেমেয়েরা পিছিয়ে পড়া ছেলেমেয়েদের পড়াশুনা ও এলাকার আয় বাড়ানোর কাজেও অংশ নেবে। আর ঐ সব এলাকার মানুষজন ঐ ছেলেমেয়েদের/তরুণ-তরুণীদের আর্থিক দায়িত্ব বহন করবে। এভাবেই তৈরি হবে মানুষের জন্য, মানুষের সাহায্যে, মানুষের দ্বারা গড়ে ওঠা স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা। সুন্দরবন শ্রমজীবি হাসপাতাল এভাবেই বিগত দু’দশক ধরে কাজ করে চলেছে, যাদের অঙ্গীকার আমাদের স্বাস্থ্য আমরাই গড়ব।
শান্তিপুরের আড়াই লক্ষ মানুষের সরকারি স্বাস্থ্যপরিষেবা বন্ধ। বিকল্প কী?
পর্ণব। শান্তিপুর। ২০ জুলাই, ২০২০। # গতকাল রাত ১১টা থেকে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল পুনরায় বন্ধ করে দেওয়া হল দুই কর্তব্যরত ডাক্তারের কোভিড টেস্ট রিপোর্ট ‘আন্ডার প্রসেস’ স্টেটাস পাওয়ায়। গত ১৬ জুলাই তাদের সোয়াব টেস্টের স্যাম্পেল পাঠানো হলেও আজ ২০ তারিখ বিকেল অবধি রিপোর্ট পাওয়া যায়নি। হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত বিশ্বাস জানান, ‘আন্ডারপ্রসেস’ স্টেটাসের অর্থ […]
সাম্প্রতিক মন্তব্য