অমিত মাহাতো, শালবনী ও শমীক সরকার, কলকাতা, ১৫ ডিসেম্বর# তৎকালীন বামফ্রন্ট সরকারের ঢাক ঢোল পেটানো উন্নয়নের শরিক হতে চেয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত পিছিয়ে পড়া ব্লক শালবনী। সে সময় পশ্চিমবঙ্গ সরকারের স্লোগানই ছিল, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের স্বপ্ন দেখতে গিয়ে জমি দিয়েছিল চাষিরা। কর্মহীন কিছু মানুষের অন্নসংস্থান হবে এই আশায়। (কিন্তু […]
সাম্প্রতিক মন্তব্য