রাস্তার দিকে এসে দেখি, দুজন ছেলে — নিতান্তই বাচ্চা — দড়ি থেকে শুকিয়ে যাওয়া জিন্সের প্যান্টগুলো তুলে কাঁধের ওপর জড়ো করছে। এদের মধ্যে যে একেবারেই বাচ্চা, বছর আষ্টেক বয়স হবে, সে বলল, ‘ওইদিন আমি আগুন দেখেছি। তবে বেশি লোক মরেনি। ভোট ছিল তো মুর্শিদাবাদে, অনেকে বাড়ি চলে গিয়েছিল।’
নভেম্বরের মতো কেমিকাল ছড়িয়েই নাকি আগুন লাগানো হয়েছিল ষোলোবিঘায়
খায়রুন নেসা, রাইট ট্র্যাকের কর্মী, ২৫ মার্চ# ১৬ মার্চ ভোর সাড়ে চারটে নাগাদ ষোলোবিঘা থেকে ফোন করে জানায় একজন, দিদি আগুন লেগে গেছে। আমি অবাক হয়ে গেলাম। অফিসের সকলকে জানিয়ে আমি ওখানে ঢুকেছি আটটা পাঁচে। এসে দেখছি দৃশ্যটা, পুরো শ্মশান হয়ে গেছে। তখনও আগুন জ্বলছে। ফায়ার ব্রিগেড এসে আগুন আয়ত্তে আনতে পারেনি তখনও। রাত তিনটে […]
সাম্প্রতিক মন্তব্য