‘আমরা ভেবেছিলাম বন্ধন ব্যাঙ্ক হচ্ছে, এবার আমাদের পার্মানেন্ট করা হবে’ September 21, 2015 Editor SS 1 Comment আমি ২০১১ সালের মাঝামাঝি বন্ধন মাইক্রোফাইনান্স কোম্পানিতে যুক্ত হই। চার বছর ধরে কাজ করার পর বলছে, আমাদের কন্ট্রাক্টে রাখবে। কাজ থাকলে পার্মানেন্ট করা হবে, কাজ না থাকলে বাড়ি।
সাম্প্রতিক মন্তব্য