‘ওইপার থেকে তো আসতেছে শুনলাম ৯৭৯ জন, তাদের যে কি ব্যবস্থা করে’ September 28, 2015 Editor SS Leave a Comment প্রতিটা ছিটমহলের পাশেই নদী। জীবন নির্বাহের জন্যে আল্লাহ্ এমন করছে। আমি বলি কি নদীটাই আমাদের সরকার। নদীটাই আমাদের বাঁচিয়ে রাখছে। গরীব মানুষে মাছ মারে, বাজারে বিক্রি করে তারপর খাবার জিনিস কেনে।
সাম্প্রতিক মন্তব্য