মধ্যদুপুরে যখন বাথনা কদমপুর গ্রামের চাষী পরেশ মন্ডলের সঙ্গে দেখা করতে যাই, দেখা গেল পরেশ তার বাড়ির মাটির উঠানে নতুন তেরপলের ওপর তিল মাড়াইয়ে ব্যস্ত। এবছর পরেশ ১০ কাঠা জমিতে তিল চাষ করেছিলেন গায়ে গতরে খেটে। ঠিকঠাক তিল পাওয়া গেলে দেড় কুইন্টাল তিল পাওয়ার কথা। এবছর মেরেকেটে ৩০-৩৫ কেজি তিল পাবে বলে জানালেন পরেশ। আমফান […]
সাম্প্রতিক মন্তব্য