শমিত। শান্তিপুর। ১৮ জুলাই, ২০২০। # ওপরের এই নির্দেশিকাটি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। করোনা পরিস্থিতিতে গোটা দেশ জুড়েই শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। ভিনরাজ্যে যে সমস্ত শ্রমিকরা কাজ করতেন কাজ হারিয়ে আজকে তারা সবাই বেকার। শান্তিপুর ব্লকের হাজার হাজার ভিনরাজ্য-ফেরৎ শ্রমিকরা কাজের জন্য খোঁজাখুঁজি করছেন। ১০০ দিনের কাজ জুটছেনা। গয়েসপুর, বাগআঁচড়া, ভোলাডাঙা, টেংরিডাঙা, হিজুলী, চরপানপাড়া […]
সাম্প্রতিক মন্তব্য