রোজগারের ধান্দায় কেনা গেল দিল্লিতে October 27, 2015 Editor JN Leave a Comment সোবরাতের দুদিন পর আমি দিল্লি চলে গেছি। ওখানে মুরগির কাজে গেছি। আমার চাচারা ওখানে থাকে, মেজোচাচা বলল, চলে আয়। চাচা ওখানে পাঁচ-ছ বছর মুরগির কাজ করে। আমার চারটে চাচাই ওখানে মুরগির ঠেকেদারি করে।
সাম্প্রতিক মন্তব্য