• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • ২০১২-র আগস্ট অব্দি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

নেপালে রক্সৌল-বীরগঞ্জ সীমান্তে অবরোধ হটাতে পুলিশের গুলিতে এক নিরীহ ভারতীয় যুবক হত, কার্ফু জারি, জনতার নাভিশ্বাস

November 3, 2015 Alokesh Mondal Leave a Comment

অলকেশ মণ্ডল, বীরগঞ্জ, নেপাল, ৩ নভেম্বর#

তেল চুরির ছবি প্রতিবেদকের তোলা, ৩ নভেম্বর, নেপাল।
তেল চুরির ছবি প্রতিবেদকের তোলা, ৩ নভেম্বর, নেপাল।

নেপালে আড়াই মাস ধরে বনধ্‌ চলছে। এই বিষয়ে সংবাদ মন্থনে দুবার রিপোর্ট দিয়েছিলাম। আগ্রহীরা পড়ে নিতে পারেন। মধেসী জনগণ যাঁরা তরাই অঞ্চলের বাসিন্দা তাঁরা নেপালের নতুন সংবিধানের বিরোধিতায় এই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছেন। নতুন সংবিধানের তাঁদের নাগরিক অধিকার আরো খর্ব করা হয়েছে বলে বলা হচ্ছে। আন্দোলনকারীরা ভারত লাগোয়া সমস্ত রাস্তা মাসাধিক কাল অবরোধ করে রেখেছে।

ইতিমধ্যে নতুন রাষ্ট্রপতি হিসাবে একজন মধেসী মহিলা শপথ নিয়েছেন। কিন্তু অবস্থা তথৈবচ। স্থানে স্থানে তাই  রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারীর কুশপুতুলও পোড়ানো চলছে। মূল সমস্যা তেল ও গ্যাসের দুস্প্রাপ্যতা। ভারত দ্বারা অবরোধ হয়েছে এই দাবি করে নেপাল সরকার চীন থেকে তেল ও গ্যাস আমদানির প্রচেষ্টা করছে।

আজকে তাতপানি বর্ডার দিয়ে চীন থেকে তিন ট্যাঙ্কার পেট্রোলিয়াম পদার্থ এসেছে। মাঝে মাঝে ভারত বর্ডার থেকে পুলিশ প্রহরায় তেল ট্যাঙ্কার নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রয়োজনের তুলনায় তা যৎসামান্য। রাষ্ট্র যাতে পরনির্ভরতা কাটিয়ে স্বনির্ভর হতে পারে সর্বত্র তার চর্চা চলছে।

নেপালে গরিব মানুষের গ্যাস লাগে না। কিন্তু বর্ডার এলাকায় গাড়ি না চললেও দেশের ভিতর সবরকমের গাড়ি চলছে।  তরাইএ প্রয়োজন না হলে কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। প্রাইভেট কার ও তার ড্রাইভারের প্রয়োজন হচ্ছে না। তরাই এর সিমরা ও বদ্রীবাস এই দুই জায়গা থেকে পাহাড়ের দিকে বাস বা অন্য গাড়ি চলছে। কিন্তু যাতায়াতে আমজনতার নাভিশ্বাস উঠছে। গাড়িভাড়া দ্বিগুণ হয়েছে। তেল গ্যাস সহ সবকিছুর কালোবাজারি চলছে। স্থানীয় পরিবহনে ঘোড়ায় টানা টাঙ্গার গুরূত্ব আবার নতুন করে মানুষ উপলব্ধি  করছে। যদিও ইলেক্ট্রনিক রিকশাও চলাচল করছে। কারখানাগুলোতে কাঁচামালের অভাবে কাজ বন্ধ। মানুষের জীবিকা অনিশ্চিত।

অনেকে ভারতে গিয়ে দিনমজুরি করে রোজগার করছে। চাকরীজীবিদের উৎসবের বোনাস তো দূর মাইনে বাকি পড়ছে। গত পরশু  পুলিশ প্রহরায় বীরগঞ্জ বর্ডার দিয়ে কিছু ভারতীয় খালি ট্রাক নেপাল থেকে বের করা হয়েছে। আড়াই মাস আটকে থাকা ট্রাক ড্রাইভারদের খুশির চেহারা টিভিতে সবাই দেখেছে।

আবার দুঃখজনক ঘটনাও ঘটেছে গতকাল। রক্সৌল বীরগজ্ঞ বর্ডারে অবরোধকারীদের হঠাতে গিয়ে পুলিশ পাথরবৃষ্টি, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সাথে গুলিও চালিয়েছে। গুলিতে ২২ বছরের এক ভারতীয় নিরীহ যুবকের মৃত্যুতে অবস্থা আরো সঙ্গিন হয়েছে। দুপুর তিনটে থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি হয়েছে।

অবশ্য তার জন্য আন্দোলনকারীরা থেমে  নেই। রাস্তার  মোড়ে মোড়ে গাড়ির টায়ায় জ্বালিয়ে বিরোধ প্রদর্শন চলছে। পুলিশের সাথে পাথরবৃষ্টির বিনিময় চলছে। ভারতীয় নাগরিকের মৃত্যু বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রীদ্বয় ফোনে বার্তালাপ করেছেন বলে খবর। তরাইএ বেশিরভাগ  স্কুল কলেজ বন্ধ। বাজার আগুন। কাজ বন্ধ।

ব্যবসাদাররা না হয় তাদের লক্ষ কোটি টাকার লস কয়েকদিন বা কয়েকমাসে পুষিয়ে নেবেন। কিন্তু আমজনতার এই লোকসান কোনওদিন পূরণ হওয়া সম্ভব নয়।

বন্ধ-কারফিউ-অবরোধের কিছু ছবি। দশ কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছনোর পথে প্রতিবেদকের তোলা।

nepalbarricade1

nepal2

nepaloborodh

nepal-bondh

খবরে দুনিয়া অবরোধ, চীন, নেপাল, বনধ্‌, বীরগঞ্জ, ভারত-নেপাল, মধেসী

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

মরজীবনের গান গাইতে মিলনের অপেক্ষায় থাকে আজাহার ফকিরের অমর মেলা

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

‘গান গাইবি না, খাবারও পাবি না’// ফ্রান্সের মেনিল আমেলো’র ডিটেনশন ক্যাম্প থেকে অভিবাসীদের এজাহার

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

এই বিভাগের আরও

পথের খবর

সকালের ডাউন রানাঘাট লোকালে ‘জয় শ্রীরাম’ / ‘ভারতমাতা কী জয়’ গর্জন আর শোনা যাচ্ছে না

জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে লালকেল্লা থেকে, আপনি দেখেছেন?

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • Soumitra Seth on ময়দা কালীবাড়ি, বহরু
  • Suman mondal on চীনের সাথে চুলের ব্যবসা। বেলডাঙার বিদেশ-ব্যাপারী
  • রাজেশ মাহাতে on আদিবাসী কুড়মি সমাজের তিন জেলায় একদিনের অনশন
  • Dipanjan Das on নতুনহাটের মেছুড়ে জয়নালের কীর্তি

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in