১ সেপ্টেম্বর যোগীনদা ফোনে জানালেন :
সাত দিন ধরে একটা সর্বভারতীয় ক্যাম্পেন চলছে সমস্ত সাংবিধানিক অধিকার রক্ষা নিয়ে। সারা দেশে, বিশেষত উত্তরপ্রদেশ দিল্লি হরিয়ানায় একটা ভয়ের আবহাওয়া তৈরি হয়েছে। কিছু একটা বললেই ইউ.এ.পি.এ. আইনে লকআপে ঢুকিয়ে দিচ্ছে। গৌরী লংকেশের হত্যার দিনে ৫ সেপ্টেম্বর এটা শেষ হবে। মূলত মহিলাদের উদ্যোগে এটা শুরু হয়েছে। আজ শিমলায় হিমাচলের সাংবাদিক সম্মেলন হল। এক একটা রাজ্য হিসেবে সাংবাদিক সম্মেলন হচ্ছে। নানান কর্মসূচি হচ্ছে, ছোটো ভিডিও দেখানো হচ্ছে। হিমাচলে ৩০টা গ্রুপ একত্রে এই কর্মসূচি নিয়েছিল। প্রত্যেক গ্রুপ নিজের নিজের জায়গা থেকে ফেসবুক, টুইটারে বা অন্য কোনো মিডিয়ায় ভিডিও আপলোড করছে। মজার কথা হল, অন্য সময় যেসব গোষ্ঠী বা দল নিজেদের মত নিয়ে পরস্পরের সঙ্গে ঝগড়া করে, তারা একসঙ্গে হয়েছে। সারা দেশে প্রায় পাঁচশোটা গ্রুপ হাত মিলিয়েছে। হিমাচলে সিপিআই, সিপিএম, মাওবাদী ঘেঁষা গ্রুপ, যারা কখনো একসঙ্গে কাজ করে না তারা সকলে ছিল; সামাজিক সংগঠন, এনজিওগুলো ছিল। ‘ইগালেটেরিয়ান ট্রেইলস’ নাম দিয়ে আমরাও কয়েকজন বন্ধু ছিলাম। এই নামে তিব্বতীদের নিয়েও আমরা এর আগে কাজ করেছি। কেউ দলিত সমস্যা নিয়ে, কেউ একশো দিনের কাজ নিয়ে, কেউ বাচ্চাদের নিয়ে, কেউ শিক্ষা নিয়ে, কেউ মুসলিম, খ্রিস্টান, দলিত বা প্রান্তিক আদিবাসীদের ওপর হামলার বিরুদ্ধে এই ক্যাম্পেনে যোগ দিয়েছে। সবার নিজস্ব আলাদা বিষয় ছিল।
এই ক্যাম্পেনের নাম : ‘ যদি আমরা উঠে না দাঁড়াই ‘।
সারা দেশ থেকে ৪০০ এর উপর মহিলা সংগঠন, এল.জি.বি.টি.কিউ.আই.এ. গোষ্ঠীগুলি, মানবাধিকার রক্ষার সংগঠনগুলি গৌরী লঙ্কেশকে খুনের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে ৫ সেপ্টেম্বর, সংগঠিত প্রচার অভিযান করবে। ভারতবাসীর সাংবিধানিক অধিকারসমূহের উপর পরিকল্পিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজকে একত্রিত করার লক্ষ্যে এই প্রচার-অভিযান।
গত ২৮ অগাস্ট, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই অভিযানের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য ও পরিকল্পনার উপর আলোকপাত করে আনুষ্ঠানিক সূচনা করেন অঞ্জলি ভরদ্বাজ (SNS), সবনম হাসমি (ANHAD), অ্যানি রাজা (NFIW), ড. সায়েদা হামিদ (প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য), মরিয়ম ধাওয়াল (AIDWA), কবিতা কৃষ্ণণ (AIPWA), অবিরামী জোতিস্বরণ (সর্ব ভারতীয় মহিলা অধিকার মঞ্চ), আভা ভাইয়া (ওয়ান বিলিয়ন রাইজিং), মীরা সঙ্ঘমিত্রা (NAPM), নন্দিনী রাও, অরুণা জ্ঞানাডাসন (ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান ওমেন’স মুভমেন্ট), লীনা দাবিরু প্রমূখ।
উল্লেখ্য, ‘জন স্বাস্থ্য অভিযান’ও (PHM-India) তাদের গত ২৭ তারিখের জাতীয় সমন্বয় কমিটির অধিবেশনে এই প্রচারাভিযানে সামিল হওয়ার সিদ্ধান্ত নেয়।
বিস্তারিত অনুসন্ধানের জন্য নীচের ইমেইল আইডিতে যোগাযোগ করতে পারেন
ifwedontrise@gmail.com
Leave a Reply