- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

‘ভোট দেওয়াটা ব্যক্তিগত, পার্টি করাটা নয়’

সুপর্ণা মণ্ডল, ঢাকুরিয়া, ৬ মে#

suparna

শ্যামল নস্কর এক ছাত্র, খুব গরীবের ছেলে। শ্যামলরা অনেক ভাই বোন, শ্যামলকে তাদের দেখতে হয়। শ্যামলের বাবা খুব অসুস্থ, শ্যামলকে বাবা-মা-ভাই-বোনকে দেখতে হয়। শ্যামলদের খুব অভাব, এই অভাবেও শ্যামলের পড়াশুনার খুব ইচ্ছা।

শ্যামল ঢাকুরিয়া ১ নং প্ল্যাটফর্মে ফল বিক্রি করে। আর রাত্তিরের কলেজে বিএ থার্ড ইয়ারে পড়ছে। শ্যামল কোনো পার্টি করতে চায় না। কিন্তু প্ল্যাটফর্মে ফলের ব্যবসা করে বলে ওকে পার্টি করতে হয়। যখন যে পার্টির আয়ত্ত্বে থাকবে ব্যবসায়ী সমিতি, তখন সেই পার্টির মিটিং বা মিছিলে যেতে হবে। পার্টির মিটিং বা মিছিলে না গেলে, পরের দিন থেকে প্ল্যাটফর্মে ব্যবসা করতে পারবে না। ব্যবসা করতে দেবেও না পার্টির লোকজন।

ইচ্ছে না থাকলেও শ্যামলকে পার্টির মিটিং মিছিলে যেতে হবে। ভোট দেওয়াটা শ্যামলের ব্যক্তিগত। পার্টি করাটা পার্টির ব্যক্তিগত। শ্যামলের নয়।