• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • ২০১২-র আগস্ট অব্দি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

শিল্পাঞ্চলের দূষিত জল আর মানুষের ভিড়ে প্রমাদ গুনছে বরতি বিলের পাখিরা

January 12, 2021 admin 3 Comments

দেবকান্ত ও ডালিয়া সরকার। ব্যারাকপুর। ১২ জানুয়ারি, ২০২১।#
ব্লুথ্রোট

চারিদিকে কলকারখানা ঘেরা তিলোত্তমা শহরের মাঝে বিস্তীর্ণ এলাকা, যেখানে যতদূর চোখ যায় শুধু জলাজমি আর কচুরিপানা। গত কয়েক মাসে গৃহবন্দী কিছু মানুষের একঘেয়ে জীবনে এটাই যেন হয়ে উঠেছে স্বর্গ। দলে দলে এসে মানুষ ভিড় করেছে গ্রাম্য দৃশ্য দেখার জন্য, প্রকৃতিকে উপভোগ করার জন্য। ব্যারাকপুর থেকে শুরু করে একদিকে বারাসাত, অন্যদিকে শ্যামনগর অবধি  প্রায় ১০০ একরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে  বরতির  বিল। বর্তমানে পক্ষীপ্রেমীদের কাছে বেশ লোভনীয় জায়গা হলেও জায়গাটির মূল আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বনাঞ্চল, জলাজমি ও ঘাসজমি, যেগুলি বিভিন্ন পশুপাখির বিচরণ ক্ষেত্র।

নীল-লেজ বাঁশপাতি

যেমন: ব্লুথ্রোট (Bluethroat), সাইবেরিয়ান রুবিথ্রোট ( Siberian rubythroat), লঙ্গ-লেগ্ড বাজার্ড (Long-legged buzzard), লেসার অ্যাডজুটেন্ট স্টর্ক ( Lesser adjutant stork), উলি-নেক্ড স্টর্ক (Woolly-necked stork), প্যারাডাইস ফ্লাইক্যাচার (Paradise flycatcher), ব্ল্যাক-নেপ্ড মনার্ক (Black-naped monarch) ও অন্যান্য। এছাড়াও জাঙ্গাল ক্যাট (Jungle cat), গোল্ডেন জ্যাকেল (Golden jackal) এর উপস্থিতি পাওয়া গেছে এবং বাঘরোল থাকার সম্ভাবনা প্রবল।

জায়গাটি প্রথম থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে এসেছে। আগে শিকারিরা বিলের ওপর অনেক জায়গা জুড়ে নেট বিছিয়ে রাখত, নেটের কারণে তাতে বহু পাখি আটকা পড়ত এবং মারা যেত, পরে সেই পাখি স্থানীয় বাজারে বিক্রি করা হত। বর্তমানে কলকাতার একটি স্বেচ্ছাসেবক সংস্থা ‘হিল’ (H.E.A.L) এর সহযোগিতায় এই সমস্যার অবসান ঘটেছে।

আরেকটি গুরুতর সমস্যার মধ্যে রয়েছে জল দূষণ। এলাকাটির আশেপাশের শিল্পাঞ্চলের ফ্যাক্টরির নোংরা ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশ্রিত জল এসে পড়ে এখানকার জলাভূমি গুলিতে। ফলে জলজ গাছ ও প্রাণীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সাইবেরিয়ান রুবিথ্রোট
Woolly-necked stork বা ধলাগলা মানিকজোড়

প্রচুর পরিমাণে রাসায়নিক সার প্রয়োগের ফলে পরিযায়ী পাখিদের আগমন কমে গেছে। স্থানীয় পাখিদের সংখ্যাও অনেক কমে গেছে এবং তারা দূরে চলে গেছে।

সম্প্রতি আরেকটি সমস্যা লক্ষ্য করা গেছে, লকডাউনে ঘুরতে আসা লোকজনের ভিড় হওয়ায় যেভাবে পশুপাখিদের জীবনযাত্রায় বিঘ্ন ঘটেছে, তেমনি পরিবেশ দূষণের মাত্রাও অনেকটাই, বিশেষ করে প্লাস্টিক দূষণ ঘটেছে অনেক।

বরতির বিলে আনাগোনা করা পাখিদের ছবি দেবকান্ত’র তোলা

বরতির বিল উত্তর ২৪ পরগনা জেলার একটি উল্লেখযোগ্য জলাভূমি। ব্যারাকপুরের মত একটি শিল্পাঞ্চলের বুকে জলাভূমিটি কিডনির মতন দাঁড়িয়ে একটি সুস্থ পরিবেশ এবং তার জীববৈচিত্রকে অক্ষুন্ন রাখছে। আরেকটি উল্লেখ্য বিষয়, এখানকার চাষিদের মধ্যে যতটা সম্ভব পাখিদেরকে বিরক্ত না করে কাজ করার প্রবণতা দেখা গেছে। প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতায় আশা করা যায় এই জায়গাটিকে আরও দূষণমুক্ত ও মনোরম করা সম্ভব হবে।

পরিবেশ জলদূষণ, জলাজমি, পরিযায়ী পাখি, বাংলার পাখি, ব্যারাকপুর শিল্পাঞ্চল, ভিড়

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Comments

  1. যোগিন says

    January 12, 2021 at 8:38 pm

    খুব সুন্দর ও প্রয়োজনিও রিপোর্ট। ফটো গুলি মন টানে। এর সূত্র ধরে আরও লেখা হলে ভাল হয়। একটা এত বিশাল জলা, তার ভালবাসার মানুষ তার জীবন — কত সোনার খনি।

    Reply
  2. Debanjan Bagchi says

    January 16, 2021 at 7:51 am

    Nicely penned

    Reply
  3. Aindrila Banerjee says

    January 25, 2021 at 8:43 pm

    Its a very useful article…. got to know many new things

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

মরজীবনের গান গাইতে মিলনের অপেক্ষায় থাকে আজাহার ফকিরের অমর মেলা

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

‘গান গাইবি না, খাবারও পাবি না’// ফ্রান্সের মেনিল আমেলো’র ডিটেনশন ক্যাম্প থেকে অভিবাসীদের এজাহার

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

এই বিভাগের আরও

পথের খবর

সকালের ডাউন রানাঘাট লোকালে ‘জয় শ্রীরাম’ / ‘ভারতমাতা কী জয়’ গর্জন আর শোনা যাচ্ছে না

জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে লালকেল্লা থেকে, আপনি দেখেছেন?

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • যোগিন on স্কুলফাঁকি দিল কারা- উত্তর খুঁজতে এগারো মাস পর খোলা স্কুলে
  • Barun Guha on পত্রিকার কথা
  • জিতেন নন্দী on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’
  • debi dutta on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in