‘ফেমেন’ সংগঠনের দুজন প্রতিবাদীকে ২০-২৫ জন পুরুষ নির্দয়ভাবে পিটিয়েছে ১৪ সেপ্টেম্বর প্যারিসে। তাদের অপরাধ, তারা একটি ‘মুসলিম কনফারেন্স’-এর স্টেজের ওপর শরীরের ঊর্ধাঙ্গে কোনো জামা কাপড় না পড়েই উঠে পড়েছিল।
আনন্দবাজারের ‘শিকার’ তমোঘ্নর চিঠিতে মানেসর মারুতি কারখানায় ঠিকা শ্রমিক আন্দোলনের খবর
“মারুতি কারখানায় শ্রমিক বিক্ষোভ মাথাচাড়া দেওয়ায় খুশিরাম এবং জিতেন্দরকে গ্রেফতার করা হয়েছে। ভাবতে ভালো লাগে, কিছু হতে না হতেই পুলিশ লেলিয়ে দেওয়া মারুতি কর্তৃপক্ষ আসলে কিন্তু ভিতরে ভিতরে ভয় পায়। মুখে যাই বলুক, দু-হাজার বারো তারা ভোলেনি।”
সাম্প্রতিক মন্তব্য