প্রদর্শনীতে একদিকে যেমন ছিল বর্জিত প্লাস্টিক কীভাবে অঞ্চলের জমি, খাল ও পুকুরকে নষ্ট করে দিচ্ছে তার ছবি, অন্যদিকে কীভাবে পুরনো বাড়ি ভেঙে গাছপালা কেটে বহুতল আবাসন হচ্ছে, সেসব।
ভেঙেছে, তাই দেখছো; না ভাঙলে দেখতে কি!
ভেঙে যাওয়া নির্মীয়মান বিবেকানন্দ উড়াল পুল নিয়ে খতিয়ে সরেজমিনে দেখে প্রতিবেদন। প্রতিবেদক একাধিক সংস্থায় কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগে দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন, এখনও করেন। উল্লেখ্য, সরেজমিনে ঘোরার সময় কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা কিছু বলতেই অস্বীকার করে।
সাম্প্রতিক মন্তব্য