- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

রাজনৈতিক দল বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে স্পষ্ট অবস্থান নিক, দাবি

সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ মার্চ#

সম্রাট সরকারের তোলা ছবিতে (৫ মার্চ) আসামের মানস অভয়ারণ্যে গণ্ডার যমুনা ও তার সন্তান। যমুনাকে আনা হয়েছে পবিতরা অভয়ারণ্য থেকে।
সম্রাট সরকারের তোলা ছবিতে (৫ মার্চ) আসামের মানস অভয়ারণ্যে গণ্ডার যমুনা ও তার সন্তান। যমুনাকে আনা হয়েছে পবিতরা অভয়ারণ্য থেকে।

সম্প্রতি আসামে গণ্ডার শিকার বেড়ে গিয়েছে। ২০১২ সালে ২১টি, ২০১৩ সালে ৪১টি এবং এবছর এখনও অবধি ৮টি গণ্ডার শিকার হয়েছে, মূলত কাজিরাঙা জাতীয় উদ্যানে। এই অবস্থায় আসন্ন সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রতিটি রাজনৈতিক দলকে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে স্পষ্ট অবস্থান নেবার আহ্বান জানালো স্বেচ্ছাসেবী সংগঠন আরণ্যক, ১৪ মার্চ গুয়াহাটিতে একটি প্রেস সম্মেলন করে। এছাড়া চোরাশিকারী ও তাদের মাথাদের ধরা ও ধৃতদের দ্রুত শাস্তি দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানালো তারা। বন্যপ্রাণী সংরক্ষণের সরকারি তহবিল থেকে টাকা ছাড়া হচ্ছে না, তা অবিলম্বে দাবিও ছিল। আর ছিল, বন্যপ্রাণী সংরক্ষণে নিযুক্ত কর্মী ও গাড়িগুলি নির্বাচনে না ব্যবহার করার দাবি। এছাড়া শৃঙ্গ কেটে দিয়ে চোরাশিকারির হাত থেকে গণ্ডারদের রক্ষা করার সরকারি ভাবনাচিন্তার বিরোধিতা করেছে আরণ্যক। শৃঙ্গটি ছোটো থাকা অবস্থায় গণ্ডারকে অন্য কোনো সুরক্ষিত অভয়ারণ্যে নিয়ে যাওয়ার বিকল্প সমাধানের কথা সরকারকে ভাবতে বলেছে আরণ্যক।