- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

ভর্তির জন্য কলেজের ইউনিয়ন মোটা ডোনেশন চাইছে

মল্লিকা, কলকাতা, ১৫ জুন#

আশুতোষ কলেজের ছবি কলেজের ওয়েবসাইট থেকে
আশুতোষ কলেজের ছবি কলেজের ওয়েবসাইট থেকে

আমি বাংলায় অনার্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছি আশুতোষ কলেজে। ওরা মিনিমাম ৪৫\% চেয়েছে বাংলায়, আমার আছে ৫৪\%। ২৪ জুন ফার্স্ট লিস্ট টাঙাবে। আমার মনে হয় সেকেন্ড বা থার্ড লিস্টে আমার নাম এসে যেতে পারে। ইতিমধ্যে পাড়ার একজন বন্ধু বলল, ইউনিয়নের সঙ্গে কথা বল, হয়ে যাবে। আমি ওখানে গিয়ে ইউনিয়নের জিএস আর  কয়েকটা দাদার সঙ্গে কথা বললাম। ওরা বলল, হয়ে যাবে, তোমাকে পঁচিশ হাজার টাকা ডোনেশন দিতে হবে। আর একজন বলল, দশ হাজার দিলে হবে। আমি আর ওদের কাছে যাচ্ছি না। আমার আর এক বন্ধু জিওগ্রাফির জন্য ইউনিয়নকে ধরেছিল। ওর কাছে এক লাখ, পঞ্চাশ হাজার এইসব চেয়েছে। আমার পক্ষে এত টাকা তো দেওয়া সম্ভব নয়। দেখি যদি লিস্টে নাম আসে। না হলে মনে হয় চারুচন্দ্রে পেয়ে যাব। আসলে আশুতোষ হলে আমার ভালো হত, ওখানে ফেসিলিটি বেশি। দেখি কী হয়।