আমেরিকার সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি প্রসঙ্গে অকুপাই ওয়াল স্ট্রীটের আহ্বান, ৩১ আগস্ট#
আমেরিকান জনতার ইচ্ছার তোয়াক্কা না করে আবার একটি যুদ্ধে যাওয়ার মার্কিন সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা করছে ‘নো ওয়র উইথ সিরিয়া’ (সিরিয়ার সঙ্গে যুদ্ধ নয়) আন্দোলন। এই আন্দোলন কখনোই সিরিয়ার আসাদ জমানার কার্যকলাপকে সমর্থন করছে না, কিন্তু আমরা মনে করছি, মার্কিন হস্তক্ষেপে সিরিয়াতে হিংসা এবং দুর্ভোগ বাড়বে আরও। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মন্দা এবং অন্তহীন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েই আছে, তার মধ্যে ফের সিরিয়াতে মজে গেলে যেমন মধ্য প্রাচ্যে অস্থিরতা বাড়বে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের ভাঁড়ার আরও খালি হবে। ‘নো ওয়র উইথ সিরিয়া’ আন্দোলন জানে, আমেরিকান জনতাই কেবল পারে মধ্য প্রাচ্যে মার্কিন আগ্রাসন ঠেকাতে, যেমন মধ্য প্রাচ্যের মানুষই পারে তাদের নিজেদের আভ্যন্তরীণ কলহ থামাতে।
আমরা সবাইকে আহ্বান করছি, আমাদের সঙ্গে গলা মিলিয়ে আবার একটি মার্কিন আগ্রাসনের বিরোধিতা করতে। আমরা জানি যে বোমা ফেলে, দ্রোন মেরে, খুন করে শান্তি আনা যায় না; শান্তি আসে সহমর্মিতা ও ক্ষমা থেকে, যা ভেতর থেকেই আসতে হবে। …
Leave a Reply