- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

তোচিগি-তে ফুকুশিমার বর্জ্যসঞ্চয়ের পরিকল্পনা ভেস্তে দিল শহরবাসী : নজরে ফুকুশিমা (১-১৫ সেপ্টেম্বর)

মূল ইংরেজি আপডেট আরতি চোক্ষী#

সিওয়া শহরের অধিবাসীদের প্রতিবাদের ফাইল চিত্র, জাপান টাইমসের সৌজন্যে।
তোচিগি-র সিওয়া শহরের অধিবাসীদের প্রতিবাদের ফাইল চিত্র, জাপান টাইমসের সৌজন্যে।

ফুকুশিমা বিপর্যয়ের ফলে জমা তেজস্ক্রিয় জলকে দূষণমুক্ত করতে টেপকো একটা নতুন ‘অ্যাডভান্সড লিকুইড প্রসেসিং সিস্টেম (ALPS) পরীক্ষামূলকভাবে চালাতে শুরু করেছে। (প্রসঙ্গত, ফ্রান্স থেকে আমদানি করা এই সিস্টেমে মার্চ ২০১৩ থেকে গোলযোগ চলছিল।) ইতিমধ্যে ভগ্ন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত তেজস্ক্রিয় দূষিত জল সরাসরি সমুদ্রে ফেলার যে পরিকল্পনা টেপকো করেছিল, ফুকুশিমা প্রিফেকচার-এর স্থানীয় জেলেরা তার বিরোধিতা করেছে।

তোচিগি প্রদেশের সিওয়া শহরে ফুকুশিমার তেজস্ক্রিয় বর্জ্য সঞ্চিত রাখার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শহরবাসীরা নিজেদের শহরের জলের উৎসগুলির সুরক্ষার লক্ষ্যে একটি অর্ডিনান্স জারি করে এই পরিকল্পনা ভেস্তে দেওয়ার ব্যবস্থা করছেন।

সেনদাই পরমাণু কেন্দ্র পুনরায় চালু করার বিরুদ্ধে জাপানে ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে।