- সংবাদমন্থন - https://songbadmanthan.com -

টেপকো ইতিমধ্যে আড়াই লক্ষ কিউবিক মিটার তেজস্ক্রিয় দূষিত জঞ্জাল জড়ো করেছে

মূল ইংরেজি আপডেট আরতি চোক্ষী, ওয়েবসাইট#

fukushima

টেপকো ইতিমধ্যে আড়াই লক্ষ কিউবিক মিটার তেজস্ক্রিয় দূষিত জঞ্জাল জড়ো করেছে।   ফুকুশিমা দাই-ইচিতে এই জঞ্জাল রাখার জায়গা কুলোচ্ছে না।   টেপকো প্রথম পর্যায়ে ফুকুশিমাতে ভূগর্ভস্থ জল পাম্প করে সরিয়ে নেওয়া শুরু করেছিল, যাতে চুল্লির বিল্ডিংয়ের অতি উচ্চমাত্রার দূষিত জলের সঙ্গে মিশে যাওয়ার আগে তা সরাসরি সমুদ্রে সরিয়ে নেওয়া যায়।
ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের এলাকার ইভাকুয়েশন জোনে এলাকা খালি করার জন্য সরকারি ইভাকুয়েশন অর্ডার তুলে নেওয়া সত্ত্বেও বহু বাসিন্দা তাদের পুরোনো বাসস্থানে ফিরে আসছে না।   যারা ফিরে এসেছে তাদের তেজস্ক্রিয়তার মাত্রা নির্ণয় গত ছয় মাস যাবৎ বন্ধ আছে এবং তেজস্ক্রিয়তার মাত্রা কমের দিকে হলেও এখনও তা বিপজ্জনক।   যাই হোক, ক্যানসারের হার বেড়েছে কিনা, তা এখনও নির্ণয় করার স্তরে রয়েছে।
ওমা পরমাণু কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে হাকোডেট শহরের স্থানীয় সরকার জাপানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা মামলা রুজু করেছে।