ইদিনথাকারাই এবং কুডানকুলামের গ্রামবাসীরা ফের হাজারে হাজারে জমায়েত হয়ে জানিয়ে দিল, কুডানকুলাম পরমাণু চুল্লির প্রতিরোধে তারা অটুট আছে। তাদের এই জমায়েতে হাজির হয়েছিল কেরালা এবং তামিলনাড়ুর অনেক কর্মী এবং রাজনীতিবিদ। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অপর্ণা সুন্দর, ফাদার পিটার এবং জ্যোতি।
জমায়েতে প্রশ্ন ওঠে, চুল্লির সাপ্লায়ার রাশিয়া বলে দিয়েছে, তারা পরমাণু চুল্লির নিরাপত্তার দায় নেবে না। অপরদিকে নিরাপদ নিরাপদ বলে যারা চেঁচাচ্ছে, সেই ভারতীয় পরমাণু কর্তারা চুল্লির নকশা দেখাতে অপারগ, কারণ তা নাকি রাশিয়ান সম্পত্তি। তাহলে চুল্লির নিরাপত্তার দায় কেন এলাকাবাসী নেবে?
জমায়েতে প্রশ্ন ওঠে, চুল্লির সাপ্লায়ার রাশিয়া বলে দিয়েছে, তারা পরমাণু চুল্লির নিরাপত্তার দায় নেবে না। অপরদিকে নিরাপদ নিরাপদ বলে যারা চেঁচাচ্ছে, সেই ভারতীয় পরমাণু কর্তারা চুল্লির নকশা দেখাতে অপারগ, কারণ তা নাকি রাশিয়ান সম্পত্তি। তাহলে চুল্লির নিরাপত্তার দায় কেন এলাকাবাসী নেবে?
টমাস কোচারি, তামিলনাড়ু, ১ জুলাই
Leave a Reply