• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • ২০১২-র আগস্ট অব্দি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

ব্যাঙ্ক প্লটের ভরাট হতে থাকা জলাশয়টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিল কলকাতা পুরসভা

February 6, 2014 admin Leave a Comment

শ্রীমান চক্রবর্তী, হালতু, ৩০ জানুয়ারি#

পূর্ব দিকে ঝিল রোড ব্যাঙ্ক প্লট এবং পশ্চিম দিকে সুইট ল্যান্ড, মাঝখানে বেসরকারি মালিকানার এই জলাশয়টির রক্ষণাবেক্ষণ করছে না মালিক। তাই মৎস্য দপ্তরের আইনবলে এটির দেখাশোনার ভার নিচ্ছে পুরসভা। এই মর্মে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে জলাশয়টির গায়ে।
পূর্ব দিকে ঝিল রোড ব্যাঙ্ক প্লট এবং পশ্চিম দিকে সুইট ল্যান্ড, মাঝখানে বেসরকারি মালিকানার এই জলাশয়টির রক্ষণাবেক্ষণ করছে না মালিক। তাই মৎস্য দপ্তরের আইনবলে এটির দেখাশোনার ভার নিচ্ছে পুরসভা। এই মর্মে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে জলাশয়টির গায়ে।
স্থানীয় প্রশাসন খুবই ব্যগ্র ছিল এই রাস্তাটিকে জলাশয়টির মাঝখান দিয়ে নিয়ে যাবার জন্য, আপাতত তা আটকেছে। ছবি শমীক সরকার, ২৬ জানুয়ারি
স্থানীয় প্রশাসন খুবই ব্যগ্র ছিল এই রাস্তাটিকে জলাশয়টির মাঝখান দিয়ে নিয়ে যাবার জন্য, আপাতত তা আটকেছে। ছবি শমীক সরকার, ২৬ জানুয়ারি

কলকাতা পুরসভার ১০৪ ও ৯২নং ওয়ার্ডের অন্তর্গত উত্তরে শহিদনগর, পশ্চিমে সুইটল্যান্ড ও পূর্বে ব্যাঙ্ক প্লটের সংযোগে অবস্থিত ঝিলটিকে আগামী ২৫ বছরের জন্য কলকাতা পুরসভা, ১৯৯৩ সালের ১৭-এ (সংশোধিত) ধারার অধিকার বলে অধিগ্রহণ করেছে। ‘জনস্বাস্থ্য, জলাশয় সংরক্ষণ-সংস্কার মঞ্চ’-এর দীর্ঘদিনের দাবি ছিল, বিভিন্ন ব্যক্তির মালিকানাধীনে থাকা এই ঝিলটির ভরাটের কাজ বন্ধ করতে হবে।
গত দেড় বছর ধরে ব্যাঙ্ক প্লট ও শহিদনগরের বাসিন্দাদের একাংশ এই ঝিলটির ভরাটের বিরুদ্ধে দাবি জানায়। অপরদিকে সুইটল্যান্ডের বাসিন্দাদের একাংশ ঝিল বুজিয়ে ঝিলের পূর্ব ও পশ্চিম বরাবর রাস্তাটির সংযুক্ত করার দাবি জানাতে থাকে। এই নিয়ে সুইটল্যান্ডের বাসিন্দাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। বিতর্কের এই সুযোগে মাঠে নেমে পড়ে প্রমোটার-সাপ্লায়ার ও দালাল চক্র। একই সাথে চলতে থাকে ভরাট, এবং ভরাটের বিরুদ্ধে পরিবেশ রক্ষার আন্দোলন।
অবশেষে কলকাতা পুরসভার উদ্যোগে, ১০নং বরো চেয়ারম্যান শ্রী তপন দাশগুপ্ত মহাশয়ের তৎপরতায় এবং স্থানীয় ৯২নং ওয়ার্ডের কাউন্সিলারের সহযোগিতায় জলাশয়টি সংরক্ষণের দায়িত্ব কলকাতা পুরসভা গ্রহণ করেছে। এলাকার পরিবেশ রক্ষায় মূলত প্রবীণ ব্যক্তিদের উদ্যোগে গড়ে ওঠা ‘জনস্বাস্থ্য, জলাশয় সংরক্ষণ-সংস্কার মঞ্চ’-এর এই সাফল্য নিঃসন্দেহে আমাদের কাছে দৃষ্টান্তস্বরূপ। গত ১৯ জানুয়ারি সকাল সাড়ে ন-টায় স্থানীয় পৌর প্রতিনিধি, বরো চেয়ারম্যান, পরিবেশবিদ মোহিত রায়, মঞ্চের সদস্যবৃন্দ সহ পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত বহু মানুষের উপস্থিতিতে এই আন্দোলনের সাফল্যে বিজয়সভা উদ্‌যাপন করা হয়। এই আন্দোলনের সাফল্য নিঃসন্দেহে অঞ্চলের জলাশয়গুলি নতুনভাবে সংস্কার ও সংরক্ষণের দাবিকে জোরদার করবে। তবে বিজয়-উৎসবের আমন্ত্রণপত্রের শুরুতেই ‘স্বার্থান্বেষী দুষ্টচক্রের নানা বাধা …’ জাতীয় নেতিবাচক কথার আপত্তি তুলেছে কেউ কেউ।
এই সেদিনও ঝিল বুজিয়ে বাড়ি করেছে এলাকাবাসী, এমনকী প্রতিবাদীরাও
তবে এখানে একটি কথা বলা প্রয়োজন। এলাকার প্রবীণ এক নাগরিকের কথায়, এই এলাকার সবটাই ছিল ঝিল। সব জায়গাতেই জলাভূমি বুজিয়েই ফ্ল্যাট বা বাড়ি উঠেছে। যারা আজ পরিবেশ আন্দোলনে নেমেছে তাদের অনেকে ২০০৭-০৮ সাল পর্যন্ত এখানে জলাভূমি বুজিয়ে ফ্ল্যাট করেছে। এবং সেটা সেদিনের ১৯৯৩ সালের ইনল্যান্ড ফিশারি অ্যাক্টকে অমান্য করেই। কয়েক দশক আগে কেনা এই জলাজমিতে অনেকেই অর্থের অভাবে হয়তো সেদিন বাড়ি করতে পারেনি। অথচ আজ তারা বাড়ি করতে চাইলে বাধা পাচ্ছে। অনেকের বাড়ি করার সুযোগ থাকলেও রাস্তার পারমিশন না থাকায় বাড়ি করতে পারছে না। পশ্চিম সুইটল্যান্ড ও দক্ষিণ ব্যাঙ্ক প্লটের বেশ কিছু বাসিন্দাদের এই অভিযোগ সর্বৈব সত্য। সময়ের গতিতে কেউ হয়তো এগিয়ে ছিল, কেউ বা পিছিয়ে। সেদিনের জলাভূমি বুজিয়ে ভরাট করা পরিবারগুলি যতই পরিবেশ রক্ষায় তাদের সচেতনতার কথা মাইক বাজিয়ে জাহির করুক আজ, সেদিনের নীরবতার স্বার্থ আর আজকের সক্রিয়তার স্বার্থ কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। শহিদনগর সংলগ্ন এলাকার দীর্ঘদিনের বাসিন্দা এই প্রতিবেদক নিজেই তার সাক্ষী।
জলাশয়টি সংস্কার ও রক্ষণাবেক্ষণে ‘নেচার নেস্ট’ নামে একটি এনজিও-কে মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে, প্রাথমিকভাবে জলাশয়টি ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ সহযোগিতা করার জন্য। কিন্তু মঞ্চের পক্ষ থেকে জলাশয়টি সংস্কার ও সংরক্ষণের দায়িত্ব এনজিও-টির হাতে তুলে দেবার জন্য যে আবেদন রাখা হয়েছে তা কতটা সঙ্গত? এর দ্বারা কি এলাকাবাসী নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে না? মধ্যস্থতাকারীর আমদানি করে বেসরকারী জমির লিজে অধিগ্রহণটি হওয়ার বিষয়টি অযথা জটিলতার দিকে নিয়ে যাচ্ছে না?

পরিবেশ জলাশয়, পুকুর, পুরসভা, হালতু

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

মরজীবনের গান গাইতে মিলনের অপেক্ষায় থাকে আজাহার ফকিরের অমর মেলা

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

‘গান গাইবি না, খাবারও পাবি না’// ফ্রান্সের মেনিল আমেলো’র ডিটেনশন ক্যাম্প থেকে অভিবাসীদের এজাহার

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

এই বিভাগের আরও

পথের খবর

সকালের ডাউন রানাঘাট লোকালে ‘জয় শ্রীরাম’ / ‘ভারতমাতা কী জয়’ গর্জন আর শোনা যাচ্ছে না

জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে লালকেল্লা থেকে, আপনি দেখেছেন?

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • Soumitra Seth on ময়দা কালীবাড়ি, বহরু
  • Suman mondal on চীনের সাথে চুলের ব্যবসা। বেলডাঙার বিদেশ-ব্যাপারী
  • রাজেশ মাহাতে on আদিবাসী কুড়মি সমাজের তিন জেলায় একদিনের অনশন
  • Dipanjan Das on নতুনহাটের মেছুড়ে জয়নালের কীর্তি

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in