• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • ২০১২-র আগস্ট অব্দি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

ঘূর্ণিঝড় স্যান্ডির নিউয়র্কে জনগণের জরুরি অবস্থা

November 18, 2012 admin Leave a Comment

অকুপাই আন্দোলনের পত্রিকা ণ্ণটাইডাল’ থেকে, ৬ নভেম্বর#

http://occupywallst.org থেকে

আজ আমাদের বলা হয়েছে, বুথে গিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে, উঠে দাঁড়াতে ও গণনায় আসতে, আমাদের আওয়াজ যাতে শোনা যায় তার ব্যবস্থা করতে, সেই লোককে নির্বাচন করতে যে আমাদের স্বার্থকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে। বেশ ভালো কথা। আমরা এর বিরুদ্ধে নই, পক্ষেও নই। সত্য হল, আমরা সম্পূর্ণ এক ভিন্ন জগতে বাঁচছি অথবা মরছি। আমরা ভবিষ্যত গ্রহের থেকে আসা জীব, যারা চিনতে পেরেছে আমাদের সদ্য ঘটে যাওয়া বিপর্যয়ের বিপদ এবং প্রতিজ্ঞাকে।
দশদিন আগে, জলবায়ু ওয়াল স্ট্রিটে আঘাত হেনেছিল। এবং আমরা সবাই বন্যার্ত হয়েছিলাম। জোয়ারের জল উঠে এসেছিল। বাতি নিভে গেছিল। আমাদের বন্ধুরা, পরিবার, প্রতিবেশী এবং সমাজ, আমাদের নেটওয়ার্ক এবং মিত্ররা চলে গেছিল জলের তলায়, অন্ধকারে। আমাদের জীবন সঙ্কটে পড়েছিল। আমরা রাষ্ট্রের জন্য অপেক্ষা করতে পারিনি। আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়েছিল।
আমরা জরুরি অবস্থা জারি করেছিলাম। এটা আমাদের জরুরি অবস্থা। ওরা এটা ছিনিয়ে নিতে চেয়েছিল — ওদের নিজস্ব লেটলতিফ, অসম, অপর্যাপ্ত কায়দায়। ওদের কাছে, জরুরি অবস্থা হল একটা আপৎকালীন অবস্থা এবং তা ম্যানেজ করতে হবে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার নামে। কিন্তু ওদের স্বাভাবিক অবস্থা মানে আমাদের কাছে একটা চিরস্থায়ী জরুরি অবস্থা — অর্থনৈতিক বৈষম্য, ঋণের ফাঁস, বর্ণভিত্তিক নিপীড়ন, ইউনিয়ন ভাঙা, পুরসভার কৃচ্ছসাধন, বাস্তুতন্ত্রের ধ্বংস, পুলিশি হিংসা, ঐতিহাসিক ভ্রান্তি, আরও কত কী …।
আমরা স্বাভাবিক অবস্থা ফিরতে দেব না।
জনগণের জরুরি অবস্থা এই সঙ্কটের উত্তর; আমরা তৈরি করেছি বন্টন কেন্দ্র, শক্তি-উৎপাদনকেন্দ্র; আমরা স্বেচ্ছাসেবীদের জুটিয়েছি; আমরা টাকা তুলেছি ও মিডিয়াকে আকর্ষণ করেছি; আমরা অকুস্থলে উপস্থিত মানুষকে সাহায্য করেছি যখন ক্ষুধায়, অন্ধকারে, অরক্ষায় তাদের প্রাণসঙ্কট।
জনগণের জরুরি অবস্থা কিন্তু মানবিকতার কার্যক্রম নয়। এটা কোনো দান ধ্যান নয়। আমরা প্রশাসনের কোনো এজেন্সি বা জনসেবার বাহিনী নই। আমরা লাল চেক জামা পরি, রেড ক্রস নয়। আমরা সমাজ এবং সংহতির স্বশাসিত অঞ্চল তৈরি করছি, ক্ষমতাহীন দুর্যোগপীড়িত মানুষের জীবনযাপন ম্যানেজ করার ক্যাম্প বানাচ্ছি না।
আমরা স্বশাসিত, তার মানে এই নয় যে আমরা রাষ্ট্র বা তার প্রয়োজনীয় পরিষেবার প্রতি উদাসীন বা বিরূপ মনোভাবাপন্ন। আমরা কেবল তাদের শূন্যস্থানে নিজেদের বন্দোবস্ত নিজেরাই করছি, বিশেষ করে সময় যখন পেরিয়ে যাচ্ছে এবং শীতের ঝড় এগিয়ে আসছে।
ন্যাশনাল গার্ড আমাদের স্বশাসিত অঞ্চলের আশেপাশে গন্ধ শুঁকতে এসেছিল। ওরা নিউ ইয়র্কের যুবা শ্রমিকশ্রেণী, ইউনিফর্ম পরে, কালো, ল্যাটিনো, আইরিশ, ইতালিয়ান, পূর্ব এশিয়ান, দক্ষিণ এশীয়, আরবি, ইহুদি, পোলিশ, স্লাভিক — ওরা বিপর্যয়ের মধ্যে নিজেদের এবং নিজেদের সমাজকে দেখছিল। ওরা জনগণের জরুরি অবস্থার মধ্যে নিজেদের দেখছিল। কারণ ওরা ঠিক সেখান থেকেই এসেছে, যেখান থেকে আমরা এসেছি। \par
মনের দিক থেকে ওরা ভালো মানুষ, আমাদের সাহায্য করতে চাইছিল। কিন্তু ওদের টিঁকি বাঁধা ওদের কমান্ডার আর তাদের আদেশের কাছে। ওরা ওদের সশস্ত্র যানে আসছিল। কিন্তু ওরা জানে না, কীভাবে শুরু করতে হবে। ওরা যে নিরস্ত্র। ওরা আমাদের জিজ্ঞেস করল, কোথায় যেতে হবে, যেমনভাবে কোনো নয়া মক্কেল এসে জিজ্ঞেস করত আমাদের, যখন আমরা জুকোত্তি পার্কে ছিলাম। আমরা তাদের বললাম, আমাদের ট্রাকের পেছনে দাঁড়িয়ে যেতে, সেখান থেকে ত্রাণের বস্তাগুলি নামাতে সাহায্য করার জন্য। এগুলি পাঠিয়েছে সারা শহরের বিভিন্ন পাড়াগুলি।
ওরা ওদের বাসি খাবারের প্যাকেট দিতে চাইছিল। মিলিটারি-হিউম্যানিটারিয়ান ফ্যাক্টরিতে কয়েক মাস আগে বানানো এবং ডিপ ফ্রিজে রেখে দেওয়া বিপর্যয়ের জন্য জমিয়ে রাখা কিছু প্যাকেট। আমরা বললাম, ঠিক আছে দাও। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল গরম অ্যালুমিনিয়াম পাত্রে বাড়িতে বানানো লাসাঙা, অ্যারোজ ই গ্র্যান্দুল, কলার্ড গ্রিন, মাকারোনি, চিজ, বিরিয়ানি, চিকেন নুডল সুপ, হালাল ও কষা মাংস, ভেগান লেন্টিল স্যালাড, আপেল পাই … এবং যাদু পানীয়, যারা সারা দিন বিপর্যয়ের আবর্জনা বেলচায় করে সরিয়ে, বেসমেন্ট সরিয়ে, বাক্স প্যাঁটরা গুছিয়ে, জেনারেটর চালিয়ে, স্বেচ্ছাসেবকদের এদিক-ওদিক করে, ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে, বাচ্চা এবং বয়স্কদের দেখাশোনা করে তা একটু খেতে চায়।
জনগণের জরুরি অবস্থা হল এক শতাংশের জন্য সত্যিকারের জরুরি অবস্থা। কারণ আমরা চাই আমাদের নিবিড় দেখাশোনার বন্দোবস্তটিকে নিয়ে এই খাদ্য, কাপড় আর বিদ্যুতের আশু সঙ্কটের মুহূর্তকে ছাপিয়ে যেতে। আমরা আশা করি, রাষ্ট্র এবং কোম্পানিগুলি আবার শক্তি ফিরিয়ে আনবে, ধ্বংসস্তুপ পরিষ্কার করে ফেলবে, লোককে বড়ো বড়ো গাড়িতে তুলে নেবে … তার কারণ এটা নয় যে তারা খুব মানবিক। এই কারণে যে তারা যদি এই ব্যাপক ক্ষতিগ্রস্ত সমাজগুলিকে অবহেলা করতে থাকে, তাহলে তাদের হাতই ময়লা দেখাবে।
অন্য সব জিনিসের সাথেই রাষ্ট্র জরুরি ধার দেবে, কর্পোরেট ঋণ কারবারিরা তাদের মদত দেবে। রিয়েল এস্টেট ডেভেলপাররা এবং বিপর্যয়-বেনিয়ারা ঝাঁপিয়ে পড়বে। আমরা প্রস্তুত।

খবরে দুনিয়া অকুপাই আন্দোলন, আমেরিকা, স্যান্ডি

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

সর্নস্থলের মাটি চুরি করে, জোর করে হিন্দু পরিচয় দিয়ে রামরাজত্ব চালানোয় বিরক্ত আদিবাসী সমাজ

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

“আমরা কোনো সালাফি নই, আমরা একটা ভালো পরিবার” : ফ্রান্সে নিস-এর গির্জায় ছুরি-সন্ত্রাসী অভিবাসী যুবকের তিউনিশিয়ান মা

এই বিভাগের আরও

পথের খবর

পথচলতি জটলা থেকে প্ল্যাটফর্মের সভা – সব পথ মিলে যাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে- দিল্লির কৃষক জমায়েতে

কর্পোরেট চাকরি ছেড়ে এক অন্য জীবনের খোঁজে সংকেথ

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • Debanjan Bagchi on শিল্পাঞ্চলের দূষিত জল আর মানুষের ভিড়ে প্রমাদ গুনছে বরতি বিলের পাখিরা
  • Jiten on পথচলতি জটলা থেকে প্ল্যাটফর্মের সভা – সব পথ মিলে যাচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে- দিল্লির কৃষক জমায়েতে
  • যোগিন on শিল্পাঞ্চলের দূষিত জল আর মানুষের ভিড়ে প্রমাদ গুনছে বরতি বিলের পাখিরা
  • জিতেন নন্দী on “আমরা কোনো সালাফি নই, আমরা একটা ভালো পরিবার” : ফ্রান্সে নিস-এর গির্জায় ছুরি-সন্ত্রাসী অভিবাসী যুবকের তিউনিশিয়ান মা

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in