• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • ২০১২-র আগস্ট অব্দি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

উত্তরপ্রদেশে নির্বাচন কমিশনের বিধানে সাইকেলে ভোট প্রচার নিষিদ্ধ!

May 1, 2014 admin Leave a Comment

সন্দীপ পাণ্ডের বিজ্ঞপ্তি থেকে, ২৫ এপ্রিল#

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সাইকেলে প্রচারের ফাইল চিত্র পিটিআই-এর।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সাইকেলে প্রচারের ফাইল চিত্র পিটিআই-এর।

একটি ছোট্ট দল সোস্যালিস্ট পার্টি (ইণ্ডিয়া) থেকে উত্তরপ্রদেশের উন্নাও-তে দাঁড়িয়েছেন অনিল মিশ্র। ১২ এপ্রিল ২০১৪ তে তিনি উন্নাও জেলার নির্বাচনী অফিসারের কাছে ২৩ এপ্রিল একটি শ’খানেক মানুষের সাইকেল মিছিল করার করার জন্য অনুমতি চান। এই মিছিল তাঁর গ্রাম খান পীর আলি নেভাদা থেকে অরা শহর পর্যন্ত হওয়ার কথা ছিল। ৩০ এপ্রিল তাঁর কেন্দ্রে ভোট। সহকারী রিটার্নিং অফিসার বলেছিলেন, তার কোনো আপত্তি নেই মেগাফোন সহ এই র‍্যালিতে।
অনিল মিশ্রকে প্রথমে বলা হয়, র‍্যালি যে দুটি থানা এলাকা দিয়ে যাবে, সেই দুই থানার রিপোর্ট আনতে। তাঁকে বলা হয় দশ জন করে সাইক্লিস্ট ২০০ মিটারের ফারাক রেখে যেতে পারবেন। এটা যদি করতে হয়, তাহলে আর তা মিছিলের আকার পায় না, মিছিল করার মানে হয় না। দেখলে মনে হবে, কিছু সাইকেল চালকের দল খাপছাড়া ভাবে যাচ্ছে। একশ’ জন মিলে একসাথে সাইকেল চালালে যেমন লাগে, তা লাগবে না। তাই এই প্রচারে কোনো লাভ হবে না। প্রসঙ্গত, বাইসাইকেলের জন্য যে নিয়ম দেখানো হয়, তা আসলে যন্ত্রচালিত যানের জন্য বলবৎ হয়েছে।
১৫ এপ্রিল আসে একটি মারাত্মক সিদ্ধান্ত। অনুমতি দেওয়ার জন্য যে অফিসার রয়েছেন, তিনি জানান, সিটি ম্যাজিস্ট্রেট-এর ঘোষণা অনুযায়ী বাইসাইকেল র‍্যালি করা যাবে না, কারণ মিছিলে সেই সব যানবাহনই ব্যবহার করা যাবে, যেগুলির জন্য অনুমতি বা নিবন্ধীকরণ করা আছে।
এর মানে দাঁড়ায়, নির্বাচনী প্রচারে সাইকেল ব্যবহার করা যাবে না। আমাদের কি মনে আছে, বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য ঘুরেছিলেন সাইকেল নিয়ে? লখনৌ-এর আম আদমি পার্টির প্রার্থী ঘোড়া টানা গাড়ি করে মিছিল করেছেন? এখন, ঘোড়া টানা গাড়িও তো নিবন্ধীকৃত যান নয়। তাহলে কি বড়ো বড়ো পার্টিরা যা খুশি করতে পারে কিন্তু যত নিয়ম ছোটো ছোটো এবং স্বাধীন প্রার্থীদের জন্য? এছাড়াও এই আদেশ হাস্যকর, কারণ এর মানে দাঁড়ায় প্রার্থীরা যন্ত্রচালিত যান, এমনকি হেলিকপ্টার অবধি ব্যবহার করতে পারে প্রচারের জন্য, কিন্তু সাইকেল নয়।

মানবাধিকার নির্বাচন, সাইকেল

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

সম্পাদকীয়

নীমা তেনজিনদের স্বপ্ন কি সার্থক হবে ?

একটি রাজনৈতিক সুইসাইড নোট

এই বিভাগের আরও

দেশের খবর

নিজেদের চাষের খবর দিলেন, দিল্লির আন্দোলনের খবর নিলেন সরবেড়িয়ার চাষিরা

গ্রামে বাড়ছে অভাবী বিক্রি। কৃষক মান্ডির হ্যাপার চাইতে চাষির ভরসা কাছের আড়ৎ।

এই বিভাগের আরও

সংস্কৃতির হাল

ঘরে রাখা শস্যের বীজ ভালো আছে কিনা দেখে নেওয়া হয় ‘শস’ পাতার মধ্যে দিয়ে

সর্নস্থলের মাটি চুরি করে, জোর করে হিন্দু পরিচয় দিয়ে রামরাজত্ব চালানোয় বিরক্ত আদিবাসী সমাজ

এই বিভাগের আরও

খবরে দুনিয়া

‘গান গাইবি না, খাবারও পাবি না’// ফ্রান্সের মেনিল আমেলো’র ডিটেনশন ক্যাম্প থেকে অভিবাসীদের এজাহার

মার্কিন মুলুকে নির্বাচন : বার্নি স্যান্ডার্সের প্রচারের একজন সমর্থকের সঙ্গে কিছু আলাপ, কয়েক মাস আগে

এই বিভাগের আরও

পথের খবর

সকালের ডাউন রানাঘাট লোকালে ‘জয় শ্রীরাম’ / ‘ভারতমাতা কী জয়’ গর্জন আর শোনা যাচ্ছে না

জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে লালকেল্লা থেকে, আপনি দেখেছেন?

এই বিভাগের আরও

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • Barun Guha on পত্রিকার কথা
  • জিতেন নন্দী on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’
  • debi dutta on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’
  • যোগিন on ‘নমামি গঙ্গা’-র পর এসেছে ‘অতুল্য গঙ্গা’

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in