• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

কোচবিহার ভবানী সিনেমা হলে অসভ্যতার শিকার দর্শক, প্রশ্নে নিরাপত্তা

November 15, 2015 Editor SC Leave a Comment

প্রিয়া সেন, কোচবিহার ১৪ই নভেম্বর ২০১৫#
প্রতিবেদকের হাতে আঘাতের চিহ্ন।
প্রতিবেদকের হাতে আঘাতের চিহ্ন।
কোচবিহার ভবানী সিনেমা হলে আজ সন্ধ্যা ৬ টায় সিনেমা দেখতে গিয়ে হিংস্রতার শিকার হলেন ৩-৪ জন দর্শক – সেটাও সামান্য কারনে । অপরাধী সংখ্যায় বেশি থাকায় কর্তৃপক্ষ কোনো রকম ব্যবস্থা নেয়নি ।
শুরু থেকেই ১০-১২ জন মেয়ে ও ছেলের দল হলে মাঝে মাঝেই চেয়ারের উপর দাঁড়িয়ে গন্ডগোল করছিল। কিছু দর্শক বিরতির পর তাদের বসতে বলায় তারা মারতে উদ্যত হয় । মেয়েরা চেয়ারে দাঁড়িয়ে মারতে থাকে । তারা নেপালী ভাষায় কথা বললেও বাংলাতেও কথা বলছিল । পেছনে বসে থাকা মেয়েরা বাধা দিতে এলে ওরা তাদেরও ছাড়েনা । যারা ওদের সাথে কথা বলতে যায় তাদের উপরেই ওরা চড়াও হয়, এমনকি পাশে বসা ছেলেগুলোও মেয়েগুলোকে আটকাতে পারছিল না।
ম্যানেজার জানান যে তিনি কোনো কিছুই করতে পারবেন না কারন তারা সংখ্যায় বেশি । তিনি তাদের আলাদা বসতেও বলতে পারবেন না । উপরন্তু যারা এই ঘটনা ঘটালো তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা না নিয়ে ওই ঘটনার শিকার ৩-৪ জনকে আলাদা বসতে বলে । প্রতিবাদ তো দুরের কথা নিরাপত্তার ও প্রশ্ন উঠছে এই ঘটনার পর । তাদেরকে আলাদা বসে সিনেমা দেখার পরামর্শ দেন তারা । কিন্তু এই বর্বরতার পর তারা হল ছেড়ে যেতে বাধ্য হয় ।
ইদানিং সিনেমার দর্শক হলবিমুখ। টেলিভিসনে বিভিন্ন অনুষ্ঠানে নায়ক নায়িকাদের অনুরোধ করতে দেখা যায় “হলে গিয়ে সিনেমা দেখুন”, কিন্তু এই জাতীয় ঘটনায় কি হল কত্তৃপক্ষের কোনও দায়িত্বই থাকে না? তাহলে টাকা খরচ করে হলে ঢোকার পর আমাদের নিরাপত্তা কাদের হাতে?

সংস্কৃতি অভব্যতা, কোচবিহার, ভবানী হল, সিনেমা হল

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in