নেসার আহমেদ। ঢাকা, বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর, ২০২০।#
#EbruTimtik, a human rights lawyer, who started a hunger strike in prison demanding a fair trial and justice, died in Istanbul on the 238th day of her hunger strike. #Justice4Ebru pic.twitter.com/e3oCCzhgvq
— The Rights Observatory (@observatoryihr) August 28, 2020
ইবরু তিমতক ছিলেন তুর্কির সর্বোচ্চ আদালত বা সাংবিধানিক আদাতলের একজন নারী আইনজীবী। একই সাথে তিনি ছিলেন তুরস্কের আইনজীবীদের অন্যতম সংগঠন কন্টেমপরারি লয়ার্স অ্যাসোসিয়েশন (সিএইচডি) একজন সদস্য। মূলত তুর্কি সরকার রাজনৈতিক কারণে যাদের গ্রেপ্তার করে বিভিন্ন মিথ্যা মামলায় আটক দেখিয়ে বছরের পর কারাগারে রাখে, ইবরুদের এই আইনী সংগঠনটি ওই সব জেলবন্দীদের হয়ে বিনা পয়সায় আইনি লড়াই লড়েন। আদালতে এবং মাঠে। আইনজীবীদের এই সংগঠনটিকে আবার তুরস্ক সরকার ও রাষ্ট্রের কাছে মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনৈতিক দল পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট- ডি.এইচ.কে.পি.-সি.’র সহযোগী সংগঠন হিসেবে পরিচিত। আবার ডি.এইচ.কে.পি. ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছিল বলে তুরস্ক সরকারের অভিযোগ। ফলে তুর্কি সরকার আইনজীবীদের এই সংগঠনের যুক্ত থাকার অভিযোগে তাকে সহ আরো কয়েকজন আইনজীবীকে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করে। এর মধ্যে ইবরু তিমতিমককে ১৩ বছর ছয় মাসের সাজা দেয় আদালত। এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং তুরস্কের আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে তিনি সহ আরেকজন আইনজীবী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনশন শুরু করেন। অনশনের ২৩৮ দিনের মাথায় গত ২৭ অগাস্ট রাতে তিনি মারা যান। তার মুক্তির দাবিতে তুরস্কসহ ইউরোপ ও ল্যাটিন আমেরিকার অনেক দেশে প্রতিবাদ আন্দোলন হয়েছে।
এর আগে চলতি বছরেই তুরস্কে মার্ক্সবাদী-লেনিনবাদী গানের দল গ্রুপ ইয়োরোমের তিন সদস্য হেলিন বোলাক, মোস্তাফা ও ইব্রাহিম অনশন করে মারা গিয়েছেন।
Leave a Reply