আজ ২ টো থেকে শিমলা ডিসি অফিস, মল রোডের সামনে অভূতপূর্ব বিদ্রোহ। বাল্মীকি (সাফাই কর্মীদের) সমাজ দলিত আন্দোলনে খুব কম যোগ দেয়। এরা হিন্দু মতে থাকে ও সরকারের পক্ষেই থাকে। বোধহয় এই প্রথম এরা বিক্ষোভে ফেটে পড়ল। যোগি সরকার যেমন নির্মম ও সব রীতি দলন করে ধর্ষিতার শেষকৃত্যও পরিবারকে করতে দিলনা, এটা এদের ধৈর্যের সব সীমা ভেঙে দিল। অন্য সকল দলিত সহ ও অনেকে মিলে (২০০ হবে) ঘন্টা তিনেক মোদি-যোগী সরকারকে তারস্বরে ভর্ৎসনা করল। অনেক তরুণ মেয়ে ছিল। শিমলা ফুটছে। সিপিএম, কংগ্রেস সকলে শক্ত প্রতিবাদ করছে। জেলায় জেলায় এরকম হচ্ছে।
জেএনইউ আপডেট : আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শাস্তি, আদালতের স্থগিতাদেশ, বিতর্ক
৯ ফেব্রুয়ারি কাশ্মীর বিষয়ে সভা করা নিয়ে আন্দোলনে উত্তাল হয়েছিল জেএনইউ, তার পরিপ্রেক্ষিতে জেএনইউ কর্তৃপক্ষ বেশ কিছু ছাত্রছাত্রীকে শাস্তি দিয়েছে। তাদের মধ্যে একজন দক্ষিণপন্থী, বাকিরা বামপন্থী বলে পরিচিত। ছাত্ররা অনশন শুরু করে। ষোলো দিন অনশন চলার পর হাইকোর্ট বলে ছাত্রদের অনশন তুলে নিতে। ছাত্ররা তাতে সাড়া দিলে হাইকোর্ট শাস্তির বিরুদ্ধে স্থগিতাদেশ দেয়।
সাম্প্রতিক মন্তব্য