তমাল ভৌমিক, কলকাতা, ২০ এপ্রিল# ১৯ এপ্রিল ২০১৪, ভ্রাম্যমান রবীন্দ্র জন্মোৎসব কমিটি ও নান্দীমুখ সংস্কৃতি কেন্দ্র — এই দুই সংস্থার পক্ষ থেকে শহিদনগর, গাঙ্গুলিপুকুরে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল — বিষয় রবীন্দ্রনাথের পরিবেশ ও উন্নয়ন ভাবনা। সভার শুরুতে মিহির চক্রবর্তী আয়োজক সংগঠনগুলোর পরিচয় এবং বক্তা ও সঞ্চালকের পরিচয় করিয়ে দেন সভার দর্শক-শ্রোতাদের সঙ্গে। সঞ্চালক ছিলেন […]
সাম্প্রতিক মন্তব্য