হাতে পেলাম ‘শাপলা’ নামের চার পাতার এক পত্রিকা। তারপর দেখি ওমা শাপলা তো পুটুকদের জন্য আঁকা লেখার খাতা! আর পুটুকদের তো আমরা সবাই চিনি, সবাই দেখেছি ওদেরকে ভিড় বাসে জানলার ধারে ঠায় নাক লাগিয়ে থাকতে, পার্কের দোলনায় কিংবা ঘুড়ি হাতে ছাদের কার্নিশে। শাপলা ওদের ম্যাজিক স্লেট তাতে ওরা যে যা লেখে সবই ভালো। ওরা মনের […]
সাম্প্রতিক মন্তব্য