শেষপর্যন্ত আফগানিস্তানে শান্তিচুক্তির বাস্তবায়ন শুরু হল। তালিবান বন্দিরা কারাগার থেকে ছাড়া পেয়ে বাড়ি যাচ্ছেন। এরপর শুরু হবে জাতিসত্তাগুলোর নিজেদের মধ্যে ভবিষ্যত সরকারের রূপরেখা নিয়ে আলোচনা। জটিল এসব অধ্যায় পেরিয়ে আফগানিস্তানে পূর্ণ শান্তি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে হয়তো সময় লাগবে। হয়তো হবেই না। কিন্তু এটা তো সত্যি যে, ভিয়েতনামের যুদ্ধের পর দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র (এবং ন্যাটো বাহিনী) বিজয় ছাড়াই ঘরে ফিরবে। আন্তর্জাতিক প্রচারমাধ্যমে অবশ্য ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহুর্তটিকে প্রায় আড়াল করেই রেখেছে।
সাম্প্রতিক মন্তব্য