জিতেন নন্দী, মেটিয়াবুরুজ, ৫ জুলাই# শবে বরাত মুসলমানদের একটি ধর্মীয় অনুষ্ঠান। হিজরি সালের শাবান মাসের পঞ্চদশ রাতে এ অনুষ্ঠান পালিত হয়। শব অর্থ রাত আর বরাত হচ্ছে সৌভাগ্য। অর্থাৎ শবে বরাত মানে সৌভাগ্যের রজনী। লোকে ওইদিন হালুয়া-রুটি তৈরি করে প্রতিবেশী ও গরিবদের মধ্যে বিতরণ করে। আরিফ শেখ, ওর ছোটোআব্বা ফিরোজ শেখ আর চাচাতো ভাই জানারুল […]
সাম্প্রতিক মন্তব্য