সংবাদমন্থন প্রতিবেদন, ৩০ এপ্রিল# তাইওয়ানের সাম্প্রতিক জনজাগরণের সারা বিশ্বের নজর কেড়েছে। এই জনজাগরণের নেতৃত্ব হিসেবে উঠে এসেছে লিন ই-সিউং-এর নাম। চীনের শাসনের বিরুদ্ধে গণতন্ত্রীকরণের দাবিতে তাইওয়ান আন্দোলনে অংশ নেওয়ার জন্য লিন ই-সিউং গ্রেপ্তার হন ১৯৭৯ সালে। হেফাজতে থাকাকালীনই তার মা ও ৭ বছরের দুই যমজ সন্তানকে ছুরিকাঘাতে খুন করা হয়। সারা তাইওয়ান বাকরুদ্ধ হয়ে যায় […]
সাম্প্রতিক মন্তব্য