সুকুমার হোড় রায়, কলকাতা# গ্রীষ্মের দিন, সন্ধ্যা উত্তীর্ণ হতে চলেছে। লোকজনও আসতে শুরু করেছে। একসাথে দু-জন থেকে চারজন ছজন করে দল বেঁধে এসে হাজির হচ্ছে। কারো হাতে ভুট্টা, ভুট্টার দানা ছাড়িয়ে খেতে খেতে, কারো হাতে বাদামের ঠোঙা, কারো শালপাতার তৈরি ঠোঙাতে লিট্টা, তার সাথে আদা, রসুন, ধনেপাতা ও আমলকী বা ওল বাটা দিয়ে চাটনি। সকলে […]
সাম্প্রতিক মন্তব্য