৩০ জানুয়ারি, জিতেন নন্দী, দিল্লি# রবিবার আমরা দিল্লির কয়েকটা পুরাতাত্ত্বিক (প্রত্নতাত্ত্বিক) স্মৃতিসৌধ দেখতে গিয়েছিলাম। দিল্লিতে ইতিমধ্যে তালিকাভুক্ত তিন শতাধিক স্মৃতিসৌধ রয়েছে। লোকে সাধারণত এর মধ্যে গুটিকয়েক দেখতে যায়, যেমন কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, লাল কেল্লা ইত্যাদি। আমরা গিয়েছিলাম দক্ষিণ দিল্লির দিকে। ওখানে পাশাপাশি দুটো এলাকা, কুতুব এলাকা এবং মেহেরৌলি-তে বেশ কিছু স্মৃতিসৌধ ও পুরাকীর্তি রয়েছে। […]
সাম্প্রতিক মন্তব্য