সংবাদমন্থন প্রতিবেদন, ১১ ফেব্রুয়ারি, তথ্যসূত্র মেহের ইঞ্জিনিয়ার# ১০ ফেব্রুয়ারি সংবাদে প্রকাশিত হয়েছে, কর্পোরেট গৌতম আদানি ও রাজস্থান সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে রয়েছে যে রাজস্থানে ১০ হাজার মেগাওয়াটের একটি সোলার পার্ক বা সৌরশক্তি প্রকল্প গড়া হবে। ওই একই দিনে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমিতে ‘বিশ্বের সবচেয়ে বড়ো সৌর বিদ্যুৎ কেন্দ্র’ গড়ার একটি সংবাদ পাওয়া গেছে। […]
মাইনিং কোম্পানির গ্রাসে রাজস্থানের শতবর্ষ প্রাচীন মসজিদ
রাজস্থানের ভিলওয়াড়া জেলার পুর গ্রামে পাহাড়ের ওপর অবস্থিত একশো বছরের পুরোনো একটি ছাদবিহীন মসজিদ ভেঙে ফেলেছে খনি কোম্পানি জিন্দাল স লিমিটেড। এরা কর্পোরেট জিন্দাল গোষ্ঠীর একটি কোম্পানি। এর জন্য স্থানীয় অঞ্জুমান কমিটিকে ৬৫ লাখ টাকা দিয়ে মসজিদটি ‘কিনে’ নিয়ে ১৯ এপ্রিল সেটিকে ভেঙে ফেলে তারা। কিন্তু এরপরই এলাকার মুসলিম ধর্মাবলম্বী মানুষের টনক নড়ে। পুলিশে অভিযোগ […]
সাম্প্রতিক মন্তব্য